ইতিহাসে জিনপিং

Must read

চিনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও জে দংয়ের করা ইতিহাস স্পর্শ করলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (President Xi Jingping)। তৃতীয়বারের জন্য চিনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তিনি। শনিবারই দেশের প্রেসিডেন্ট (President Xi Jingping) পদে পুনর্নির্বাচিত হন তিনি। অর্থাৎ আগামী ৫ বছর শুধু দেশের নয়, দলেরও প্রাধান থাকছেন তিনি। ঢেলে সাজানো হল দলের সবচেয়ে ক্ষমতাশালী স্ট্যান্ডিং কমিটিও। কমিটির ৭ সদস্যের মধ্যে তিনজন গতবারের সদস্য। বাকি চার নতুন সদস্য এবং তাঁরা জিনপিং ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। সর্বোচ্চ ক্ষমতাশীল কমিটি থেকে বাদ পড়েছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও উপদেষ্টা কমিটির শীর্ষকর্তা ওয়াং ইয়াং। স্ট্যান্ডিং কমিটি ২৫ জনের পলিটব্যুরো সদস্যকেও বেছে নিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এবার পলিটব্যুরোয় কোনও মহিলা প্রতিনিধি নেই। যা গত ২৫ বছরের ইতিহাসে প্রথমবার।

আরও পড়ুন: কর্নাটকে অভিযোগ জানাতে আসা মহিলাকে চড় বিজেপি মন্ত্রীর

Latest article