মানস দাস, মালদহ: মুসলিম (Muslim- Kali Puja) মহিলার হাতে পূজিতা হন মা কালী। পুজোটি শুরু করেন শেফালি বেওয়া নামে এক মুসলিম মহিলা। মালদহের হবিবপুর ব্লকের মধ্যম কেন্দুয়া গ্রামে। কথিত আছে, এক স্বপ্নাদেশ পেয়ে শেফালি শুরু করেন কালীপুজো। সেই থেকে তাঁর নামেই নামকরণ ‘মা শেফালি কালী’। এলাকাবাসী জানিয়েছেন, প্রায় ৪৫ বছর আগে শেফালিকে স্বপ্নাদেশ দেন কালী। মুসলিম মহিলা কালীপুজো করবেন শুধু নয়, কালী (Muslim- Kali Puja) পূজিতাও হবেন তাঁর হাতে, অবাক হওয়ারই কথা। মধ্যম কেন্দুয়া গ্রামে রেললাইন ঘেঁষা এই কালীমন্দির। শুরুর কাহিনি এরকম— প্রায় বছর ৪৫ আগে এক মুসলিম মহিলার খুব অসুখ হয়েছিল। কোনও ডাক্তার তাঁর রোগ ধরতে পারেননি। হঠাৎ সেই মহিলা স্বপ্নাদেশ পান শেফালি কালীপুজো করলে তাঁর অসুখ সেরে যাবে। একথা গ্রামবাসীদের জানালেও কেউই বিশ্বাস করতে চাননি। ইতিমধ্যে হঠাৎ একদিন শেফালির ভর হয়। তাঁর মুখে সব শুনেই গ্রামবাসীরা মেনে নেন। শুরু হয় কালীপুজো। গ্রামে এখনও কারও অসুখ বা সমস্যা হলে শেফালির কাছে আসেন। বিভিন্ন এলাকা থেকেও এই পুজো দেখতে আসেন ভক্তরা। ধর্ম-বর্ণ নির্বিশেষে গ্রামবাসীরা পুজোয় সহযোগিতা করেন। মন্দিরের সামনের পুকুরে ১৫ দিন পরে বিসর্জন হয়।
আরও পড়ুন: কর্নাটকে অভিযোগ জানাতে আসা মহিলাকে চড় বিজেপি মন্ত্রীর