প্রতিবেদন : রাজীব গান্ধী ফাউন্ডেশনের (Rajiv Gandhi Foundation) বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা এফসিআরএ আইন লঙ্ঘনের অভিযোগে রাজীব গান্ধী ফাউন্ডেশনের লাইসেন্স বাতিল করল স্বরাষ্ট্রমন্ত্রক। রাজীব গান্ধী ফাউন্ডেশন হল নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থা। এই সংস্থার পাশাপাশি নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্কিত আর একটি সংস্থা রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টের লাইসেন্সও বাতিল করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, বিদেশি অনুদানে অনিয়মের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সূত্রের খবর, দুই সংস্থায় যে অনিয়মের ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়া হতে পারে। এই দুই সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ২০২০ সালের জুলাই মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি কমিটি গঠন করেছিল। কমিটির রিপোর্টের ভিত্তিতেই ওই দুই সংস্থার লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত।
আরও পড়ুন: কর্নাটকে অভিযোগ জানাতে আসা মহিলাকে চড় বিজেপি মন্ত্রীর
তদন্তে দেখা গিয়েছে, রাজীব গান্ধী ফাউন্ডেশন (Rajiv Gandhi Foundation) নিয়ম লঙ্ঘন করে চিন থেকে তহবিল নিয়েছে। এফসিআরএ লাইসেন্স বাতিলের পরেই ফাউন্ডেশন এবং তার কর্মকর্তাদের কাছে লিখিত নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, সোনিয়া গান্ধী রাজীব গান্ধী ফাউন্ডেশনের প্রধান। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম এই ফাউন্ডেশনের সদস্য। রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টেরও প্রধান সোনিয়া। রাহুল গান্ধী এবং প্রাক্তন রাজ্যসভা সাংসদ ড. অশোক এস গাঙ্গুলি এর সদস্য। ১৯৯১ সালে রাজীব গান্ধী ফাউন্ডেশন তৈরি হয়েছিল।