অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর: দেবীপুজো উপলক্ষে নদী থেকে পূত বারি আনার আগে শবসাধনা করা প্রথা। এখনও প্রথা মেনে সদ্য দাহ করা চিতায় বসে সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে শবসাধনা করা হয় কাঁকসার বনকাটি (Bankati- Kali Puja) গ্রামের রায় পরিবারের কালীপুজোয়। পুজো হয় সম্পূর্ণ তান্ত্রিক মতে। আগে নরবলি হত বলে কথিত। বর্তমানে হয় মোষ, ভেড়া এবং পাঁঠাবলি। জঙ্গল কেটে এই বসতি স্থাপিত হয়েছিল বলেই বনকাটি (Bankati- Kali Puja) নাম দেওয়া হয়। রায় পরিবারের কালীপুজো শুরু করেন বল্লাল সেনের গুরুদেব মহেশ্বরপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। আনুমানিক ৯৫০ বছর আগে। জানালেন পরিবারের লালু রায়। এটি দক্ষিণাকালী বা শ্মশানকালী নামেও পরিচিত। শবসাধনার পরে পরিবারের জ্যেষ্ঠ সদস্য আসেন পুকুরে। বসন পরে বারি আনতে নামেন। সেই সময় বাদ্যযন্ত্র বাজে না, এটাই প্রথা। রাত ১২টায় বারি আনা হয়। সারারাত চলে পুজো। ভোগেও রয়েছে বৈশিষ্ট্য। দেবীকে লুচি, সুজি, পায়েস, নাড়ু, ফল ও মিষ্টি নিবেদন করা হয়। অন্নভোগ দেওয়া হয় ভাত, খিচুড়ি, বিভিন্ন তরকারি, ভাজা, মাছ ও বলির পাঁঠার মাংস।
আরও পড়ুন: মুসলিম মহিলার হাতে পূজিতা হন মা কালী