মন্দির চত্বরে বসেই এবার দক্ষিণেশ্বরে দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের পুজো

তবে এবার বদলে গেল সেই চিত্র। এবার সরাসরি দক্ষিণশ্বের মন্দির প্রাঙ্গনে বসে দেবী আরাধনা দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা।

Must read

দুবছর কোভিড বিধির কড়াকড়ি ছিল তাই অনেক কিছুই করা যায় নি। দক্ষিণেশ্বরে মন্দিরে (Dakshineshwar) গিয়ে দেবীর আরাধনা দেখার সুযোগ পাননি সাধারণ মানুষ। তবে এবার বদলে গেল সেই চিত্র। এবার সরাসরি দক্ষিণশ্বের মন্দির প্রাঙ্গনে বসে দেবী আরাধনা দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। মন্দিরের সিংহ দরজা সোমবার ভোরেই খুলে দেওয়া হয় । ভক্তরা ভিড় করে তখন থেকেই। মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে এই দিন।

আরও পড়ুন –বাড়ির পুজোতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, সতর্ক করলেন রাজ্যবাসীকে

কথামৃতে বর্ণিত সাজেই আজ সাজানো হয়েছে দেবীকে। বেনারসী শাড়ি, অলঙ্কারে সেজে উঠেছেন দেবী ভবতারিণী। আলোর ঝরনা গোটা মন্দির জুড়ে। সন্ধ্যা থেকেই শুরু হয়েছে এই আলোর রোশনাই। আজ সারারাত চলবে পুজো। একপ্রকার ঝড় বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করে অগণিত ভক্ত এসেছে মায়ের মন্দিরে।

এবার দক্ষিণেশ্বরে ১৬৮তম পুজো। রাতে গঙ্গার বান চলে গেলে চাঁদনি ঘাটে জলের ঘট ভরা হবে। রাত ১০টায় শুরুহবে বিশেষ পুজো। এদিন বিশেষ ভোগ নিবেদন করা হয় মাকে। অন্ন, পাঁচ রকমে আনাজ ভাজা, পাঁচ রকম মাছ, ঘি-ভাত, পাঁচ রকমের মিষ্টি ও দই দিয়ে সাজানো হয় ভোগ।

আরও পড়ুন –আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্যে মন্দির তৈরির ইতিহাস দেখানো হয় লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে। লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ থেকে শুরু করে অনেক মহাপুরুষ মা ভবতারিণীর মন্দিরে এসেছেন ৷ রয়েছে তাঁদের স্মৃতি ৷ লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের মাধ্যমে জানা যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরের সেই সমস্ত ইতিহাস ৷ তাই এবার সেই লাইট অ্যান্ড সাউন্ড ভক্তদের উপরি পাওনা বলেই মনে করা হচ্ছে।

 

Latest article