বাড়ির পুজোতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, সতর্ক করলেন রাজ্যবাসীকে

গত দু'বছর কোভিড এর কারণে উৎসব অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। তবে এবার করোনার বাধা কাটিয়েই সাড়ম্বরে হচ্ছে কালীপুজো।

Must read

আজ কালীপুজো আর সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো হচ্ছে প্রতিবারের মতোই। গত দু’বছর কোভিড এর কারণে উৎসব অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। তবে এবার করোনার বাধা কাটিয়েই সাড়ম্বরে হচ্ছে কালীপুজো। সকালে এই নিয়ে রাজ্যবাসীকে কালীপুজোর শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত নিজের বাড়িতে পুজোর প্রস্তুতিও প্রায় শেষ হয়েছে। নিজের হাতে ভোগ রান্না করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আজ সকালে বাড়ির কালীপুজোর আগেই কলকাতায় ফিরেছেন অভিষেক।

আরও পড়ুন –আলোর উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইটারে লেখেন ‘সকলকে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা। মা কালী আমাদের সকলকে লড়াই করার শক্তি দিন। আলোর উৎসব আমাদের জীবন থেকে সব অন্ধকার দূর করে আনন্দ আর খুশিতে ভরিয়ে দিক।’

যদিও আলোর উৎসবের এই আনন্দের মধ্যে কিছুটা হলেও ঘূর্ণিঝড় বাধা হয়ে গিয়েছে। কলকাতা সহ বেশ কিছু জায়গায় সকাল থেকেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দিচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন পুজোর জন্য বাড়িতে থাকলেও নিয়মিত নবান্নের সঙ্গে যোগাযোগ রেখে দুর্যোগের খোঁজ খবর নিচ্ছেন। নিজের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি সকল রাজ্যবাসীকে ঝড় নিয়ে সতর্ক করেন।

আরও পড়ুন –চোখের জটিল অস্ত্রোপচারের পর কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজের বাড়ির প্রস্তুতির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে ল্যান্ডফল হবে রাত ১২টায়, বরিশালে। বাংলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ২৫শে অক্টোবর পর্যন্ত বাংলায় ঝড় বৃষ্টি। যাদের সরানো হয়েছে তাদের অনুরোধ করব তারা যেন এখুনি ফিরে না যায়। কখন কোনদিকে কি হয় বোঝা যায় না, তাই সতর্ক থাকতে হবে। যতক্ষণ এই ঝড় মিটে না যাচ্ছে ততক্ষন যেসব এলাকায় সরকার যা ব্যবস্থা করেছে সেখানে সহযোগিতা করুন।সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে। তাই কালীপূজো, দিওয়ালি, দীপাবলি সব করুন কিন্তু মনে রাখবেন ঝড় বৃষ্টি বেশি হলে ঘরে থাকাই ভাল। অল্প বৃষ্টি হলে আপনি গেলেন ঘুরলেন চলে এলেন, তবে আবহাওয়া আজকের পর কাল ভোর থেকে আরো খারাপ হবে। ম্যাপে দেখতে পাচ্ছি এর মধ্যেই বাংলাদেশে ঢুকে গিয়েছে ঝড়।’

Latest article