দ্য কিং ইজ ব্যাক, বড় মঞ্চের বড় প্লেয়ার, বলছে ক্রিকেট দুনিয়া

বিরাট প্রশস্তিতে এভাবেই বিস্ফোরণ ঘটল সোশ্যাল মিডিয়ায়। রবিবার মেলবোর্নে বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি।

Must read

নয়াদিল্লি, ২৪ অক্টোবর : দ্য কিং ইজ ব্যাক! বিরাট প্রশস্তিতে এভাবেই বিস্ফোরণ ঘটল সোশ্যাল মিডিয়ায়। রবিবার মেলবোর্নে বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। তাঁর ৫৩ বলে ৮২ নট আউটের ইনিংস ভারতকে শুধু চার উইকেটে জেতায়নি, ক্রিকেট দুনিয়াকেও মুগ্ধ করেছে। আইসিসিও ট্যুইট করেছে, দ্য কিং ইজ ব্যাক। টেক আ বো, বিরাট কোহলি।
বিরাট যাঁকে আইডল মানেন, সেই শচীন তেন্ডুলকর রবিবারই ট্যুইট করেছেন, নিঃসন্দেহে এটাই তোমার সেরা ইনিংস। ১৯তম ওভারে যেভাবে রউফকে ছক্কা মারলে, সেটা অসাধারণ। চালিয়ে যাও।

আরও পড়ুন –মন্দির চত্বরে বসেই এবার দক্ষিণেশ্বরে দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের পুজো

সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বীরেন্দ্র শেহবাগও লিখেছেন, এটাই বিরাটের সেরা ইনিংস। আবার যুবরাজ সিং লিখেছেন একই কথা যা সবাই বলছেন। কী লিখেছেন যুবি? এটাই যে, কিং কোহলি ইজ ব্যাক। তাঁর সতীর্থ হরভজন সিংয়ের প্রতিক্রিয়া হল, যেখানে বিষয় বড় হয়, সেখানে বিরাটও বড় আকার নেয়। অর্থাৎ যত বড় মঞ্চ, কিং কোহলি নিজেকে ততটাই বড় করে তোলেন।
ইরফান পাঠান বিরাটকে কিং বলেই বার্তা দিয়েছেন। সুরেশ রায়না লিখেছেন, বিরাট আবার করে দেখাল! মহম্মদ কাইফের বক্তব্য হল, কোহলি চ্যাম্পিয়ন ব্যাটার। সর্বকালের অন্যতম সেরাদের একজন। মিতালি রাজ লিখেছেন, স্কিল আর মানসিকতার কী অসাধারণ মিশ্রণ। বিরাটকে নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণও।

আরও পড়ুন –বাড়ির পুজোতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, সতর্ক করলেন রাজ্যবাসীকে

সেলিব্রিটিদের পাশাপাশি আমজনতাও বিরাট-উচ্ছ্বাসে মেতেছেন। সোশ্যাল মিডিয়া কিং কোহলির প্রশস্তিতে ভেসে যাচ্ছে। বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মা আগেরদিনই পোস্ট করেছেন, এটা দেশবাসীকে দেওয়ালির উপহার। সবাই সেটাই মানছেন।

Latest article