লাহোর, ২৪ অক্টোবর : ক্রিকেট কোনও সীমা মানে না। তাই বিরাট কোহলিকে নিয়ে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেটও।
ওয়াসিম আক্রম থেকে মহম্মদ হাফিজ, শোয়েব মালিক থেকে ওয়াহাব রিয়াজ সবাই রবিবারের এমসিজিতে বিরাটের মহাকাব্যিক ইনিংসে মুগ্ধ। আক্রম আবার বিরাটকে এলিয়েন বা গ্রহান্তরের মানুষ বলেও বর্ণনা করেছেন। ঠিক কী বলেছেন সুলতান অফ সুইং? এটাই যে, ‘‘এলিয়েনরা আমাদের মধ্যেই মিশে থাকে। সাম্প্রতিক সময়ে গ্রেটদের ব্যাট থেকে আমার দেখা এটাই সেরা ইনিংস। ১৫ বছর ধরে বিরাট রান করে আসছে। রান তাড়া করার ক্ষেত্রে সেরা অ্যাভারেজ ওর।”
আরও পড়ুন –তোমার জন্য গুলি খেতেও রাজি ছিলাম, বিরাটকে বললেন হার্দিক
প্রাক্তন ব্যাটার হাফিজ আবার মনে করেন, বিরাটের ইনিংসই পাকিস্তানের হাত থেকে ম্যাচ নিয়ে চলে গেল। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘টিম পাকিস্তান হতাশ হয়ো না। তোমরা সেরা চেষ্টা করেছ। কিন্তু একজন স্পেশাল প্লেয়ারের খুব স্পেশাল একটা ইনিংস ম্যাচ নিয়ে চলে গেল।’ সিনিয়র ক্রিকেটার শোয়েব লিখেছেন, ‘কী খেলাটাই না দেখলাম! বিরাট কোহলি অসাধারণ। সাদা বলের ক্রিকেটে ওর সঙ্গে কারও তুলনা হয় না। ও ধরে খেলতে পারে। স্ট্রাইক রোটেট করতে পারে। ছক্কা মারতে পারে। আবার এও জানে কিভাবে ম্যাচ শেষ করে আসতে হয়।’ প্রাক্তন ফাস্ট বোলার রিয়াজ বলেছেন, ‘‘জেতা-হারা খেলার অঙ্গ। দুটো দলই মাঠে অসাধারণ খেলেছে। খুব টানটান খেলা হয়েছে, আর সেরা দলই জিতেছে। কোহলি নামটাই যথেষ্ট ছিল।”