বৃষ্টিতে জয় হাতছাড়া দক্ষিণ আফ্রিকার

জিম্বাবোয়ের বিরুদ্ধে নিশ্চিত জয় হাতছাড়া দক্ষিণ আফ্রিকার। সৌজন্যে বৃষ্টি! শেষ পর্যন্ত এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল টেম্বা বাভুমাদের।

Must read

হোবার্ট, ২৪ অক্টোবর : জিম্বাবোয়ের বিরুদ্ধে নিশ্চিত জয় হাতছাড়া দক্ষিণ আফ্রিকার। সৌজন্যে বৃষ্টি! শেষ পর্যন্ত এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হল টেম্বা বাভুমাদের। এক পয়েন্ট পেল জিম্বাবোয়েও। সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপের শুরুটা ভাল হল না দক্ষিণ আফ্রিকার।
এদিন বৃষ্টির কারণে ম্যাচ শুরুই হয়েছিল নির্ধারিত সময়ের অনেক পরে। ২০ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয়েছিল ৯ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে নিধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৯ রান তুলেছিল জিম্বাবোয়ে। মাত্র ১৯ রানে ৪ উইকেট হারানোর পর জিম্বাবোয়েকে ভরসা দেন ওয়েসলি মাধেভেরে। তিনি চাপের মুখে ১৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ২০ বলে ১৮ রান করেন মিলটন শুম্বা। দক্ষিণ আফ্রিকার হয়ে দু’টি উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন ওয়েন পার্নেল ও অনরিখ নর্তজে।

আরও পড়ুন –সীমান্তের ওপারেও বিরাট-উচ্ছ্বাস আধুনিক ক্রিকেটের সেরা ইনিংস : আক্রম

পাল্টা ব্যাট করতে নেমে তিন ওভারেই কোনও উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৫১ রান তুলে ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি’কক ও টেম্বা বাভুমা। কিন্তু এর পরেই ফের বৃষ্টি নামে। খেলা আর শুরু করা সম্ভব হয়নি। সেই সময় ডি’কক ১৮ বলে ৪৭ রানে ব্যাট করছিলেন। বাভূমা ২ রানে নট আউট থাকেন। দক্ষিণ আফ্রিকা এক পয়েন্ট পাওয়ায়, কিছুটা হলেও স্বস্তিতে পাকিস্তান শিবির।

Latest article