প্রতিবেদন : বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Pinarayi Vijayan- Arif Mohammed Khan) মধ্যে বিবাদ চরমে পৌঁছল। রবিবার এক নির্দেশিকায় রাজ্যপাল আরিফ মহম্মদ রাজ্যের নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। রাজ্যপালের ওই নির্দেশের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী বিজয়ন। তবে এই ঘটনার মধ্য দিয়ে ফের একবার সামনে এল বামেদের দ্বিচারিতার বিষয়টি। সম্প্রতি শীর্ষ আদালত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর নির্দেশ দেওয়ার পর বাংলায় বামেরা বাকি উপাচার্যদেরও পদত্যাগ দাবি করেছিল। কেরলেও এবার একই পরিস্থিতি দেখা দিয়েছে। কাজেই বামেরা এখন কী বলে সেটাই দেখার। সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, এ ধরনের কোনও নির্দেশ দেওয়ার অধিকার নেই রাজ্যপালের। রাজ্যপাল সংবিধান এবং গণতান্ত্রিক নীতিবিরুদ্ধ কাজ করেছেন। রাজ্যপাল যদি সংবিধান ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতেন তবে কখনওই তিনি এই কাজ করতেন না। কয়েকদিন আগে দেশের সর্বোচ্চ আদালত ইউজিসির নিয়ম উপেক্ষা করার কারণে কেরলের এপিজে আবদুল কালাম টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগকে অবৈধ বলে ঘোষণা করেছিল। শীর্ষ আদালতের ওই নির্দেশের কথা জানিয়ে রবিবার রাজ্যপাল কেরলের নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করার নির্দেশ দেন। এমনকী, রাজ্যপাল জানান সোমবার সকাল সাড়ে ১১টার মধ্যেই তাঁদের পদত্যাগ করতে হবে। কারণ এই নয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নিয়ম মানা হয়নি। সোমবার সকালে রাজ্যপালের ওই নির্দেশিকার কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী (Pinarayi Vijayan- Arif Mohammed Khan)।