আগরতলা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভীত, উদ্বিগ্ন বিজেপি ত্রিপুরায় তাঁর পদযাত্রা আটকাতে চক্ষুলজ্জাহীনভাবে চক্রান্ত শুরু করেছে। ১৫ সেপ্টেম্বরের ঘোষিত কর্মসূচি ঠেকাতে পুলিশের নিষেধাজ্ঞার নাটক থেকে শুরু করে রেল ধর্মঘটের ডাক, কিছুই বাদ রাখছে না তারা। কোনও প্ররোচনায় পা না দিয়ে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে তারা ১৫ সেপ্টেম্বরের বদলে ১৬ সেপ্টেম্বর একই সময়ে একই রুটে পদযাত্রা করবে। নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এনিয়েও বাধা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। রাতে ১৬ তারিখের জন্যও নিষেধ করে চিঠি দিয়েছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, জট খোলেনি। শীর্ষ নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছেন। যেকোনও মূল্যে অভিষেকের কর্মসূচি ঠেকাতে মরিয়া প্রশাসন।
আরও পড়ুন-ঐতিহ্যই প্রতিবাদের হাতিয়ার
অভিষেকের পদযাত্রা ঘিরে ত্রিপুরায় আয়োজনের উদ্দীপনা যখন তুঙ্গে, তখন সোমবার দুপুরে তৃণমূল কংগ্রেসকে চিঠি দেয় পুলিশ। তাতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর একই দিন একই সময়ে একই রুটে অন্য একটি দলকে কর্মসূচির অনুমতি দেওয়া আছে। তাই তৃণমূল পদযাত্রা করতে পারবে না। হাস্যকরভাবে, এই চিঠিতেই আরেক জায়গায় লেখা হয়েছে সেদিন গোটা আগরতলা শহরটাই অন্য একটি দলকে দিয়ে রাখা হয়েছে। এতেই শেষ নয়। এর সঙ্গে ১৪ এবং ১৫ সেপ্টেম্বর দু’দিন ধর্মনগরে, যেখান থেকে সব ট্রেন ছাড়ে, রেল ধর্মঘট ডেকেছে বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস।
এর প্রতিবাদে আগরতলায় সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ, সুস্মিতা দেব, সুবল ভৌমিক। কলকাতায় সব জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে এরপর আগরতলায় আবার এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়, ১৬ সেপ্টেম্বর পদযাত্রা হবে। দুপুর দুটোয়। আগের রুটেই। তারপর সভা করবেন অভিষেক। কুণাল-সুস্মিতা বলেন, আমরা ইচ্ছে করলে ১৫ সেপ্টেম্বরই পদযাত্রা করতে পারতাম। কিন্তু আমাদের নেতার নির্দেশ, কোনও সংঘাতে যাবে না তৃণমূল। ওদের সন্ত্রাস আর চক্রান্তের জবাবে আমরা সৌজন্য দেখাব। কারণ মানুষ আমাদের সঙ্গে। সেই কারণেই পদযাত্রা একদিন পিছিয়ে দেওয়া হল। তাঁরা বলেন, পুলিশের চিঠি হাস্যকর। পুলিশ বলুক অন্য কারা ঐদিন কর্মসূচির চিঠি দিয়েছে এবং কবে দিয়েছে। প্রকাশ্যে আসুক চিঠি। অথবা ব্যাকডেটে লিখিয়েছে। তাঁরা আরও বলেন, পুলিশ এক জায়গায় লিখছে রুট অন্য কেউ নিয়েছে, আরেক জায়গায় লিখছে, গোটা আগরতলা শহরটা সেদিন অন্য কোনও রাজনৈতিক দলকে দেওয়া আছে। এটা কেউ লিখতে পারে?
আরও পড়ুন- ১৮ই সেপ্টেম্বর হিন্দী দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভকামনা
তৃণমূল আরও বলেছে, বিজেপির সংগঠন রেলের কোনও দাবিতে রেল অবরোধ ডেকেছে। কেন্দ্রে বিজেপি, রেল বিজেপির, ত্রিপুরা বিজেপির, অথচ রেল নিয়ে বিজেপির সংগঠন ধর্মঘট ডাকছে! এটা তো শুধু অভিষেকের পদযাত্রায় মানুষের আসা আটকানোর জন্য।
তৃণমূল নেতারা বলেন, বিজেপি অভিষেককে ভয় পাচ্ছে বলে এইভাবে বাধা দিতে নামছে। ত্রিপুরায় তৃণমূল সরকারে আসছে, এটা ওরা বুঝে গিয়েছে বলেই এসব চক্রান্ত।
এদিকে, বিজেপির এই বাধায় আরও চাঙ্গা হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ১৬ তারিখের বিষয়েও বাধার চিঠি আসায়। পরবর্তী পদক্ষেপ নিয়ে বেশি রাতেও বৈঠক চলছে। তৃণমূল পদযাত্রা করবেই। তবে কবে এবং কীভাবে, সেই রণকৌশল নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার ঘোষিত হতে পারে।