ত্রিপুরায় পদযাত্রা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ কুণাল ঘোষের

Must read

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভীত, উদ্বিগ্ন বিজেপি ত্রিপুরায় তাঁর পদযাত্রা আটকাতে চক্ষুলজ্জাহীনভাবে চক্রান্ত শুরু করেছে। ১৫ সেপ্টেম্বরের ঘোষিত কর্মসূচি ঠেকাতে পুলিশের নিষেধাজ্ঞার নাটক থেকে শুরু করে রেল ধর্মঘটের ডাক, কিছুই বাদ রাখছে না তারা। কোনও প্ররোচনায় পা না দিয়ে তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে তারা ১৫ সেপ্টেম্বরের বদলে ১৬ সেপ্টেম্বর একই সময়ে একই রুটে পদযাত্রা করবে। নেতৃত্ব দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এনিয়েও বাধা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। রাতে ১৬ তারিখের জন্যও নিষেধ করে চিঠি দিয়েছে পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, জট খোলেনি। শীর্ষ নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছেন। যেকোনও মূল্যে অভিষেকের কর্মসূচি ঠেকাতে মরিয়া প্রশাসন।

আরও পড়ুন- অভিষেককে ভয় পেয়ে পদযাত্রায় বাধা বিজেপির

এই নিয়ে টুইট করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‌ইয়ে ডর হামে আচ্ছা লাগা‌’‌। এই অবস্থায় দিলীপ ঘোষ বলেন যে ত্রিপুরায় কোভিডের জন্য পুলিশ পদযাত্রার অনুমতি দিচ্ছে না। তার এই মন্তব্যের পরেই তার ভুল ধরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে দিলীপ ঘোষকে কটাক্ষ করে লেখেন, ” ওওও @DilipGhoshBদা,
আপনি বলছেন ত্রিপুরায় কোভিডের জন্য পুলিশ
@AITCofficial
কে পদযাত্রার অনুমতি দিচ্ছে না।
এখানে পুলিশ কোভিড লেখেনি।
লিখেছে অন্য একটি দলকে একই রুটে কর্মসূচির অনুমতি দিয়েছে।
আপনি বড় পদে। একটু জেনেশুনে কথা বললে ভালো হয় না কি?
@abhishekaitc
এর ভয়ে বিজেপি কাঁপছে।”

 

 

Latest article