ভবানীপুরে জমজমাট প্রচারে ফিরহাদ, নজরে উৎসাহী বাসিন্দারা

Must read

উপনির্বাচন হলেও বিধানসভা নির্বাচনের থেকে এর উত্তেজনা যে এতটুকু কম নয় ভবানীপুরে সেই কথা প্রমাণিত। তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি কলকাতাজুড়ে। বৃষ্টি মাথায় নিয়েই চেতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। কমিশনের নির্দেশ মেনে বড় মিছিল নয়, ছোট ছোট জনসংযোগ করেন তিনি। ফিরহাদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নন্দীগ্রামে যে অত্যাচার হয়েছে, ৩০ সেপ্টেম্বর তার উত্তর দেওয়ার দিন”। এমনকি এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে প্রচারে যোগ দেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন ফিরহাদ হাকিম। শোনেন তাঁদের সমস্যার কথা।

আরও পড়ুন- ত্রিপুরায় পদযাত্রা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যকে কটাক্ষ কুণাল ঘোষের

ভবানীপুর কেন্দ্রে বিজেপি টিবরেওয়ালকে ময়দানে নামিয়েছে। আর সিপিআইএমের ভরসা শ্রীজীব বিশ্বাস। সোমবার, একটি কর্মসূচি থেকে ফেরার পথে ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে গাড়ি থেকে নেমে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। ভবানীপুরে তাঁর জয়ের বিষয়ে একশোভাগ আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। তবে, নেত্রীর নির্দেশ মতো প্রচার চলছে পুরোদমে।

এদিন, চেতলায় ফিরহাদ হাকিমের প্রচারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। বৃষ্টি উপেক্ষা করেই তাঁরা বাইরে কথা বলেন। মহিলারা জানান, “মা-বোনেরা দিদির পাশে আছেন”।

Latest article