সংবাদদাতা, হাওড়া : এবার ভাইফোঁটায় হিট লক্ষ্মীর ভাণ্ডার ও খেলা হবে মিষ্টি। বৃহস্পতিবার বোনেরা ভাইদের হাতে লক্ষ্মীর ভাণ্ডার ও খেলা হবে মিষ্টি তুলে দিয়ে বেজায় খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন রাজ্যের কয়েক কোটি মহিলা।
আরও পড়ুন-রাজ্য কর্মচারীদের ডিএ দিক কেন্দ্রই, উঠল দাবি
এবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তৈরি মিষ্টি ভাইফোঁটায় ভাইদের মুখে তুলে দিতে বোনেদের উৎসাহ তুঙ্গে। সেই উদ্দেশ্যেই উলুবেড়িয়ায় উলুবেড়িয়ার মিষ্টির দোকানে তৈরি হয়েছে এইসব ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘খেলা হবে’র মতো অভিনব মিষ্টি। মিষ্টির দোকানদাররা বলছেন ‘‘এবার ভাইফোঁটায় এই লক্ষ্মীর ভাণ্ডার ও খেলা হবে মিষ্টিই সর্বাধিক বিক্রি হচ্ছে। বোনেরা এসে সবচেয়ে আগে লক্ষ্মীর ভাণ্ডার মিষ্টিরই খোঁজ করছেন।’’ উলুবেড়িয়ার কুলগাছিয়া সহ বিভিন্ন এলাকায় এবার বুধবার থেকেই দেদার বিকিয়েছে অভিনব এই লক্ষ্মীর ভাণ্ডার ও খেলা হবে মিষ্টি। যার দাম ধার্য হয়েছে প্রতি পিস ১৫ টাকা। এছাড়াও থালি হিসেবেও লক্ষ্মীর ভাণ্ডার মিষ্টি পাওয়া যাচ্ছে। যার দাম থালি পিছু ৮০০ টাকা।