২০ জন বাংলাদেশি মৎস্যজীবী উদ্ধার

আইসিজি ডর্নিয়ার বিমানটি থেকে ২০ জনকে জলে ভাসতে দেখা গিয়েছিল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার লাইনের কাছে।

Must read

প্রতিবেদন : ২০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় কোস্টগার্ড ২৫ অক্টোবর খুব অল্প সময়ের মধ্যে সমুদ্র থেকে এই ২০ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে। ভারতীয় কোস্টগার্ডের ডর্নিয়ার বিমানের নজরদারি অভিযানের সময় তাঁরা নজরে পড়েন। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর ল্যান্ডফলের পরে এলাকা স্যানিটাইজ করছিল ডর্নিয়ার বিমানটি।

আরও পড়ুন-ভাইফোঁটায় হিট ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ও ‘খেলা হবে’ মিষ্টি

আইসিজি ডর্নিয়ার বিমানটি থেকে ২০ জনকে জলে ভাসতে দেখা গিয়েছিল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার লাইনের কাছে। সাগরদ্বীপ থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে। ঘূর্ণিঝড়ের সময় প্রাণে বেঁচে যাওয়া মৎস্যজীবীরা ডুবে যাওয়া মাছ ধরার নৌকার কাঠ আঁকড়ে ধরে ভেসে থাকতে চেষ্টা করছিলেন। আইসিজি ডর্নিয়ার বিমানটি আশপাশে লাইফরাফ্ট নামিয়ে দেয়। এই সময় ডর্নিয়ার বিমানটি মালয়েশিয়া থেকে কলকাতার দিকে যাওয়া পণ্যবাহী জাহাজ ‘নান্তা ভুম’কে ঘুরিয়ে দেয়। পণ্যবাহী জাহাজটি লাইফরাফ্ট থেকে ওই ২০ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। উদ্ধারের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাঁদের। বাংলাদেশ কোস্টগার্ডের কাছে নিয়মমতো হস্তান্তরের পরিকল্পনা রয়েছে বলে ভারতীয় উপকূল রক্ষীবাহিনী সূত্রে জানানো হয়েছে।

Latest article