প্রতিবেদন : সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদারকে গোয়ায় পাঠালেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার গোয়ায় পৌঁছেছেন তিনি। এদিনই গোয়ার পানাজির দলীয় দফতরে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন কাকলি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন। কাকলি বলেন, আমাদের দল শুধুমাত্র নির্বাচনের কথা মাথায় রেখে রাজনীতি করে না। সারা বছর মানুষের পাশে থাকি আমরা, সে বাংলা হোক, ত্রিপুরা হোক কিংবা গোয়া। সব জায়গাতেই এই নীতি অনুসরণ করে চলি আমরা।
আরও পড়ুন-নতুন সেনাভবন ৭৫৭ কোটিতে
তাঁর সংযোজন, গোয়া বিধানসভা নির্বাচনের আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়ার মানুষকে কথা দিয়েছিলেন, সারা বছর গোয়াবাসীর পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। আমরা তাঁদের পাশে আছি। তৃণমূল কংগ্রেস কথা দিলে কথা রাখে। আগামী তিন-চারদিন গোয়ায় কাকলির কর্মসূচি রয়েছে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন বিধানসভা এলাকায় দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘুরবেন। হবে এলাকাভিত্তিক কর্মী বৈঠক। বিশেষ করে মৎস্যজীবী মহিলাদের সমস্যা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন। এর বাইরে সমাজের অন্য অংশের মহিলাদের কাছেও পৌঁছবেন তিনি। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়ন প্রকল্প চালু করেছেন সেগুলি গোয়ায় হলে এখনকার মহিলার উপকৃত হতেন। এগুলি মানুষের সামনে নিয়মিতভাবে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। মহিলাদের নিরাপত্তা, মাদকের রমরমা, বেকারত্বের মতো ইস্যু সামনে রেখে টানা প্রচার ও আন্দোলন চালিয়ে যাবে গোয়া তৃণমূল কংগ্রেস।