নতুন কমিটি গড়লেন খাড়গে

সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ পদে বসার পরই দলের সাংগঠনিক রদবদল শুরু করলেন মল্লিকার্জুন খাড়গে।

Must read

প্রতিবেদন : সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ পদে বসার পরই দলের সাংগঠনিক রদবদল শুরু করলেন মল্লিকার্জুন খাড়গে। ওয়ার্কিং কমিটির কাজ চালানোর জন্য ৪৭ সদস্যের নতুন স্টিয়ারিং কমিটি তৈরি করেছেন তিনি। সেই কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে শুধু ঠাঁই হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। এই কমিটিতে জায়গা হয়নি সভাপতি ভোটে খাড়গের প্রতিদ্বন্দ্বী শশী থারুরের। তবে পরবর্তী সময়ে তাঁকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসাবে জায়গা দেওয়া হতে পারে।

আরও পড়ুন-গোয়াবাসীর পাশে বছরভর তৃণমূল : কাকলি

নতুন কমিটিই আপাতত ওয়ার্কিং কমিটির বিকল্প হিসাবে কাজ করবে বলে এআইসিসি’র তরফে জানানো হয়েছে। খাড়গে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতির দায়িত্ব নেওয়ার পর বুধবারই আগের ওয়ার্কিং কমিটির সব সদস্য ইস্তফা দেন। এরপর ঘোষিত হয় স্টিয়ারিং কমিটি। সাধারণ ভাবে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ২৩ জন সদস্য থাকেন। স্থায়ী আমন্ত্রিত সদস্য থাকেন ২৪ জন। ৪৭ জনের নয়া স্টিয়ারিং কমিটি সেই ভূমিকা পালন করবে। স্টিয়ারিং কমিটিতে গান্ধী পরিবারের দুই সদস্য তথা দুই প্রাক্তন সভাপতি সোনিয়া এবং রাহুল গান্ধীর পাশাপাশি সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন প্রিয়াঙ্কা বঢরাও।

আরও পড়ুন-নতুন সেনাভবন ৭৫৭ কোটিতে

এছাড়া রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, এ কে অ্যান্টনি, দিগ্বিজয় সিং, পি চিদম্বরম, পবনকুমার বনশল, মীরা কুমার, অভিষেক মনু সিঙ্ঘভি, অম্বিকা সোনি, ভক্তচরণ দাস, সলমন খুরশিদের মতো প্রবীণ নেতা-নেত্রীরা। অন্যদিকে, কংগ্রেসের দুই মুখ্যমন্ত্রী রাজস্থানের অশোক গেহলট এবং ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের জায়গা হয়নি কমিটিতে।

Latest article