দেবদেবীর পরিবর্তে টাকায় মনীষীদের ছবি ছাপার দাবি নেটিজেনদের

অনেকেই আবার গান্ধীর ছবি সরিয়ে সুভাষচন্দ্র বসুর ছবি ছাপার দাবিও তুলেছেন। নেতাজির ছবি ছাপার পক্ষেই সবচেয়ে বেশি মতামত জমা পড়েছে।

Must read

টাকার গায়ে লক্ষ্মী-গণেশের ছবি ছাপার দাবি তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির শীর্ষনেতার বক্তব্য ঘিরে বুধবার চরমে ওঠে রাজনৈতিক কাজিয়া। তবে কেজরিওয়ালের বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমেও বহু মানুষ টাকা নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। অধিকাংশ মানুষই টাকার গায়ে দেবদেবীর ছবির বদলে মনীষীদের ছবি ছাপার অনুরোধ করেছেন। অনেকেই আবার গান্ধীর ছবি সরিয়ে সুভাষচন্দ্র বসুর ছবি ছাপার দাবিও তুলেছেন। নেতাজির ছবি ছাপার পক্ষেই সবচেয়ে বেশি মতামত জমা পড়েছে।

আরও পড়ুন-নতুন কমিটি গড়লেন খাড়গে

তবে টাকার উপর দেবদেবীর ছবি ছাপার দাবি তুলনায় অনেক কম। টাকার গায়ে গান্ধীজির পাশাপাশি লক্ষ্মী ও গণেশের ছবি ছাপার কথা বলে বিজেপি ও কংগ্রেসের কড়া আক্রমণের মুখে পড়েন কেজরিওয়াল। এর পরই মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ রাণে বলেন, মহাত্মা গান্ধীর ছবি যেমন আছে তেমন থাকুক। কিন্তু টাকার উপর অবশ্যই ছত্রপতি শিবাজি মহারাজের ছবি থাকা উচিত। কারণ দেশের জন্য তাঁর লড়াই তুলনাহীন। ট্যুইটারে তিনি দু’হাজার টাকার একটি নোটের ছবি পোস্ট করে দাবি করেছেন, শিবাজি মহারাজের ছবি ছাপাই হবে আদর্শ সিদ্ধান্ত। কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি টাকার উপর গান্ধীজির পাশাপাশি বাবাসাহেব আম্বেদকরের ছবি ছাপা উচিত বলে জানিয়েছেন।

আরও পড়ুন-গোয়াবাসীর পাশে বছরভর তৃণমূল : কাকলি

নতুন সিরিজের নোট থেকেই এই পরিবর্তনের সূচনা করার দাবিও তুলেছেন মণীশ। উল্লেখ্য, কয়েক মাস আগে টাকার উপর রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি ছাপার দাবি ওঠে। এর আগে বিভিন্ন সময়ে ভগৎ সিং, জওহরলাল নেহরু, লতা মঙ্গেশকর, ধ্যানচাঁদ, মিলখা সিংয়ের মতো স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্টদের ছবি ছাপার দাবিও জানানো হয়েছে। তবে স্বাধীনতার পর থেকেই দেশের নানা প্রান্তের মানুষ টাকার উপর নেতাজির ছবি ছাপার দাবিতে সরব হয়েছেন।

Latest article