সংবাদদাতা, বারাকপুর : ছট পুজোর উপবাস শুরু। তার মধ্যেই জোর করে পঞ্চমবার রেলের বিহারি সম্প্রদায় অধ্যুষিত বস্তি উচ্ছেদে উদ্যোগী হল রেল। যদিও কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং পুরসভার জনপ্রতিনিধি ও বস্তিবাসীর আন্দোলনে পিছু হটতে বাধ্য হয় রেল আধিকারিকেরা। ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে দক্ষিণেশ্বর রেলবস্তির প্রায় ৩০০ পরিবারের মধ্যে।
আরও পড়ুন-পুলিশ কড়া পদক্ষেপ করবে
এদিনও তাঁরা বলেন, রেল তাঁদের পুনর্বাসন দিলেই তাঁরা সরে যাবেন।পুর প্রতিনিধি-সহ এলাকার মানুষের দাবি রেল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে জায়গা দিক। আমরা ঘর করে দেব। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেওয়া যাবে না। ইতিমধ্যেই দমদমের সাংসদ সৌগত রায় রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে আলোচনার মধ্যে দিয়ে এই ঘটনার সমাধানের আর্জি জানিয়েছেন। শুক্রবার রেলবস্তি উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক তথা প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তিনি রেলবস্তি উচ্ছেদের আন্দোলনকারী মহিলাদের সামনে উপস্থিত মানুষের সামনে দাঁড়িয়ে বলেন পুনর্বাসন না দিয়ে কোনও রকমে বস্তি উচ্ছেদ করা যাবে না। তিনি বলেন, আমি তিন বার ডিআরএমের সঙ্গে কথা বলেছি। আমাদের রাজ্য সরকার উচ্ছেদের বিরুদ্ধে। পুনর্বাসন ছাড়া কোনও রকমে উচ্ছেদ করা যাবে না।