পুলিশ কড়া পদক্ষেপ করবে

হালিশহর তেঁতুলতলা সংলগ্ন দলীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হালিশহর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ওরফে শিবা বসেছিলেন।

Must read

সংবাদদাতা, হালিশহর : বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন হালিশহরে কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। শুক্রবার তাঁর বাড়িতে যান সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, বারাকপুরের সংসদ অর্জুন সিং, প্রাক্তন বিধায়ক তথা উপপুরপ্রধান শুভ্রাংশু রায়-সহ একাধিক তৃণমূল নেতা। মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ছাড় পাবে না। আমরা প্রশাসনকে বলেছি অভিযুক্তের কঠোর শাস্তির। যা ঘটেছে সেটা মেনে নেওয়া যাবে না। অর্জুন সিং বলেন, যারা কাউন্সিলরের উপর আক্রমণ করেছে তারা অপরাধী। লাইট পোস্টে একটা ঝান্ডা লাগালে সে তৃণমূল হয়ে যায় না। পার্টি অফিসে এসে কাউন্সিলরকে আক্রমণ করবে এটা বরদাস্ত করা যাবে না। যে করেছে সে জমি দালালির সঙ্গে যুক্ত। থানায় অভিযোগ করা হয়েছে। তৃণমূল এই ধরনের অন্যায় বরদাস্ত করবে না।

আরও পড়ুন-হেমন্তের হিমেল হাওয়াতেই শীতের আমন্ত্রণবার্তা

প্রসঙ্গত, হালিশহর তেঁতুলতলা সংলগ্ন দলীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হালিশহর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস ওরফে শিবা বসেছিলেন। হঠাৎই দেবাশিস পাল ওরফে লাল্টু নামে এক ব্যক্তি তাঁর ওপরে অতর্কিতভাবে হামলা চালায়। সেই সঙ্গে তাঁকে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাসের। ঘটনায় তিনি আতঙ্কিত। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বীজপুরের উপ পুরপ্রধান শুভ্রাংশু রায়।

Latest article