সিডনি : পাকিস্তানের বিরুদ্ধে কিং কোহলির ব্যাটিং দেখে মুগ্ধ গ্রেগ চ্যাপেল (Greg Chappell- Virat Kohli)। তিনি কোনও রাখঢাক না করেই জানাচ্ছেন, তাঁর দেখা সেরা ভারতীয় ব্যাটারের নাম বিরাট কোহলি। গ্রেগ আরও জানিয়েছেন, বিরাটের ওই ইনিংস টি-২০ ক্রিকেটকে জাতে তুলল।
দ্য সিডনি মর্নিং হেরাল্ডে নিজের কলামে গ্রেগ (Greg Chappell- Virat Kohli) লিখেছেন, ‘‘আমি যতদিন ক্রিকেট দেখছি, ততদিন এমন কোনও ইনিংসের সাক্ষী থাকিনি, যাতে এমসিজিতে বিরাটের ওই ইনিংসের মতো শিল্প ও শৌর্যের মিশ্রণ রয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওর ইনিংস টি-২০ ক্রিকেটকে জাতে তুলল। আমি এটা ভেবেই আনন্দিত এই ইনিংসটা এমন একজনের ব্যাট থেকে এসেছে, যে নিজে টেস্ট ক্রিকেটের একজন কট্টর সমর্থক।’’
আরও পড়ুন-ধোনির পরামর্শে বিশ্বকাপে বিশেষ ব্যাটে খেলছেন হার্দিক, রাহুলরা
গ্রেগ আরও লিখেছেন, ‘‘আমার দেখা সেরা কমপ্লিট ভারতীয় ব্যাটারের নাম বিরাট কোহলি। একমাত্র ওর মতো চ্যাম্পিয়নরাই এমন সাহস এবং বুদ্ধিদীপ্তভাবে নিজের ইনিংস সাজাতে পারে। প্রবল প্রতিকূল মুহূর্তেও জয়ের কল্পনা করতে পারে। এই ব্যাপারে বিরাটের কাছাকাছি আসতে পারে সম্ভবত টাইগার পাতৌদি।’’
মুগ্ধ গ্রেগ লিখেছেন, ‘‘ভগবত গীতা একটি পবিত্র গ্রস্থ। যা হিন্দুধর্মের মূল ভিত্তি। ভগবত গীতার অর্থ হল ‘ঈশ্বরের গান’। টি-২০ ক্রিকেটে ঈশ্বরের গানের কাছাকাছি পৌঁছতে পারে এমন একটা ইনিংস খেলেছে বিরাট। গত ১৫ বছরে আমি যত ইনিংস দেখেছি, তার মধ্যে এটাই সেরা। বেড়াল যেমন উলের বল নিয়ে খেলে, পাকিস্তানের দুর্দান্ত বোলিং আক্রমণ নিয়ে সেভাবেই খেলেছে বিরাট। যে নির্মমতার সঙ্গে বোলিং নিয়ে ছেলেখেলা করেছে, তা আগের যুগের গ্রেটরা করতে পারত না।’’