ধোনির পরামর্শে বিশ্বকাপে বিশেষ ব্যাটে খেলছেন হার্দিক, রাহুলরা

Must read

নয়াদিল্লি : অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অদৃশ্য প্রভাব জড়িয়ে রয়েছে টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া ভারতীয় দলে। প্রাক্তন ভারত অধিনায়কের পরামর্শ মেনেই বিশ্বকাপে এক ধরনের বিশেষ ব্যাট ব্যবহার করছেন হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, কে এল রাহুলরা।
ক্রিকেটজীবনে ধোনি (Mahendra Singh Dhoni) নিজেও এই বিশেষ ব্যাট ব্যবহার করতেন। এই ব্যাটের নিচের দিক কিছুটা গোলাকার। পাওয়ার হিটিংয়ের সময় ব্যাটারদের বাড়তি সাহায্য করে এই ব্যাট। ভারতীয় শিবিরের খবর, ধোনির পরামর্শেই চলতি বিশ্বকাপে এই বিশেষ ব্যাট ব্যবহার করছেন হার্দিক-পন্থরাও। ব্যাট প্রস্তুতকারক সংস্থার তরফে এই প্রসঙ্গে জানানো হয়েছে, ২০১৯ বিশ্বকাপে ধোনি প্রথমবার এই ব্যাট ব্যবহার করেছিলেন। এখন ভারতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারও এই ব্যাট নিয়ে খেলছেন।

আরও পড়ুন-প্রয়াত শিল্পীর ছবি সরিয়ে অভিযোগের মুখে উপাচার্য

প্রস্তুতকারক সংস্থার দাবি, এই বিশেষ ব্যাটে বড় শট খেলার পাশাপাশি বোলারদের দেওয়া ইয়র্কারও রুখে দেওয়া যায়। মাঠের যে কোনও দিকে শট নিতে কোনও সমস্যা হয় না। ব্যাটের সুইংও অনেক বেশি মসৃণ। অনেকটা বেসবলের ব্যাটের মতোই। প্রসঙ্গত, হার্দিক নিজে ধোনির বিরাট ভক্ত। তাঁর মতোই হেলিকপ্টার শটও প্রায়ই নেন।

Latest article