পারথ: চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে হারের পর জিম্বাবোয়ের কাছেও হেরে কোণঠাসা পাকিস্তান। বাবর আজমের নেতৃত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তার মধ্যেই রবিবার প্রতিযোগিতায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফের মাঠে নামছে পাকিস্তান। বাবর, মহম্মদ রিজওয়ানদের প্রতিপক্ষ এবার নেদারল্যান্ডস। কমজোরি ডাচদের বিরুদ্ধেও স্বস্তিতে থাকার উপায় নেই বাবরদের। নেদারল্যান্ডস ম্যাচের আগে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram) এক হাত নিয়েছেন বাবরকে (Babar Azam)। তাঁকে স্বার্থপর অধিনায়ক বলেছেন সুইংয়ের সুলতান। আক্রম জানিয়েছেন, বাবর দলের জন্য স্বার্থত্যাগ করতে চায় না।
আরও পড়ুন-ধোনির পরামর্শে বিশ্বকাপে বিশেষ ব্যাটে খেলছেন হার্দিক, রাহুলরা
পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে আক্রম (Wasim Akram- Babar Azam) বলেছেন, ‘‘করাচি কিংসে অধিনায়ক বাবরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে আমার। সেবার আমাদের দল খারাপ সময়ের মধ্যে ছিল। আমি বাবরকে খুব ভালভাবে দু’একবার অনুরোধ করি, তিন নম্বরে ব্যাট করার জন্য। আমরা একটু আলাদা কিছু করতে চেয়েছিলাম। কিন্তু ও কথা শোনেনি। দলের স্বার্থে এটুকু তো অধিনায়ককে করতে হবে। অধিনায়ককে স্বার্থপর হলে চলে না।’’ তবে আক্রম বলে দিলেন, বিশ্বকাপে বাকি ম্যাচগুলো জেতার দিকে নজর দিক পাকিস্তান। বাকিটা ভাগ্যের হাতে।