ভয়াবহ ঝড় এবং ভূমিধসে ফিলিপিন্সে (Philippines) কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। প্রবল ঝড়ের আঘাতে মাগিন্দানাও দ্বীপে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৫ কিলোমিটার। এছাড়া কোটাবাতো শহরের আশপাশে ব্যাপক বন্যা হয়েছে। বন্ধ রয়েছে ফেরি পরিষেবা। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝড়ের কারণে স্কুল এবং বাস চলাচল বন্ধ রয়েছে। বহু এলাকা (Philippines) বিদ্যুৎহীন।
আরও পড়ুন-মেসিরই কাপ, জানাল সুপার কম্পিউটার