গুজরাতে ভোটের মুখে অভিন্ন দেওয়ানি বিধির চাল বিজেপির

Must read

নয়াদিল্লি : গুজরাতের ক্ষমতা ধরে রাখতে বিভাজনকেই হাতিয়ার করতে চলেছে মোদি সরকার। চলতি বছরের শেষের দিকেই গুজরাতে অভিন্ন দেওয়ানি বিধি (Gujarat Uniform Civil Code) লাগু করতে চলেছে গুজরাতের ডবল ইঞ্জিন বিজেপি সরকার। গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে, রাজ্যের বিজেপি সরকার শনিবার সারা রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, এই বিষয়ে খুব দ্রুত একটি কমিটি গঠন করতে চলেছে গুজরাত সরকার। নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তাঁদের রিপোর্ট পাওয়ার পরেই গুজরাতে লাগু করা হবে অভিন্ন দেওয়ানি বিধি।

আরও পড়ুন-কর্মসংস্থানের হাল খুবই খারাপ, উদ্বেগ প্রাক্তন আরবিআই গভর্নরের

গুজরাতের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে কিছুদিনের মধ্যেই। আর তার আগেই, অভিন্ন দেওয়ানি বিধি (Gujarat Uniform Civil Code) লাগু করার সিদ্ধান্ত নেওয়ায় বিরোধী কংগ্রেস সহ অন্যান্যরা এই পদক্ষেপের সমালোচনা করেছে। অভিযোগ, গুজরাতের বিজেপি সরকার প্রকৃত সমস্যা থেকে মানুষের মনোযোগ সরানোর চেষ্টা করছে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার মাধ্যমে। এই ঘোষণাকে ঐতিহাসিক বলেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি। এর আগে বিজেপি শাসিত আর এক রাজ্য উত্তরাখণ্ডেও অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার আগে এরকম কমিটি গঠন করা হয়েছিল। গুজরাত কংগ্রেসের সভাপতি জগদীশ ঠাকুর এবং প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি অর্জুন মোধওয়াদিয়া অভিযোগ করেছেন, মানুষের প্রতিষ্ঠানবিরোধিতার ক্ষোভ ও প্রকৃত সমস্যাগুলি থেকে দৃষ্টি সরিয়ে দিতেই বিজেপির এই ভোটমুখী চাল। বিশেষত যখন কংগ্রেস গুজরাত জুড়ে ভারত জোড়ো যাত্রা করতে চলেছে, তখনই এই ঘোষণা করেছে রাজ্য সরকার।

Latest article