সংবাদদাতা, হলদিয়া : হলদিয়ার সুতাহাটা সুবর্ণজয়ন্তী ভবনের সভা দিয়ে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা সফর শেষ করলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে যুবনেতা ও কর্মীদের উৎসাহ-উদ্দীপনা দেখে সায়নী বলেন, “পূর্ব মেদিনীপুর সফরের পর মনে হচ্ছে, শুধু এই জেলা থেকে ১০০টা ছেলে ত্রিপুরায় পাঠিয়ে দিলে তা যথেষ্ট হবে।”
আরও পড়ুন :“ঈশ্বরের দূতের মতো পাশে এসে দাঁড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড”
এদিনও যুবনেত্রী দলের কর্মী-সমর্থকদের মানুষের জন্য কাজ করার কথা বলেন। সেইসঙ্গে স্বচ্ছতার উপর জোর দেন তিনি। এই প্রসঙ্গে যুবনেত্রী বলেন, “মাতঙ্গিনীর মাটি এখন একজনের জন্য কালিমালিপ্ত। যার কথা শুনলে স্বয়ং মিরজাফর লজ্জা পেয়ে যাবে। আমরা বেঁচে গেছি, সেইসব বেনোজল বিজেপিতে চলে গিয়েছে।” এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ফিরোজা বিবি, বিপ্লব রায়চৌধুরি, তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি দেবপ্রসাদ মণ্ডল এবং যুব জেলা তৃণমূল সভাপতি অভিষেক দাস।