“ঈশ্বরের দূতের মতো পাশে এসে দাঁড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড”

Must read

প্রতিবেদন : আমি সৃজা চক্রবর্তী। বাড়ি নদিয়ার বাদকুল্লায়।
আমার বয়স ১২। থাকি নদিয়ার বাদকুল্লা গ্রামে। পায়ের এক জটিল সমস্যায় হাঁটাচলা করতে পারতাম না। চিকিৎসকরা বললেন, অস্ত্রোপচার করতে হবে। এর জন্য কয়েক লাখ টাকা খরচ। আমার বাবা গরিব, এত টাকা কোথায় পাবেন! এই অবস্থায় ঈশ্বরের দূতের মতো পাশে এসে দাঁড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড। এই কার্ড নিয়ে বাবা আমাকে ভেলোরে সিএমসি–তে নিয়ে যান। সেখানে প্রায় তিন লাখ টাকা খরচ করে অস্ত্রোপচার হয়। আমাদের একটা টাকাও খরচ করতে হয়নি। আপাতত আমি সুস্থ। কৃষ্ণনগর অনাদিনগরে দাদুর বাড়িতে রয়েছি। আমাদের প্রিয় দিদিকে যে কী বলে ধন্যবাদ জানাব ভেবে পাচ্ছি না। তাই মুখ্যমন্ত্রীকে জানাই শতকোটি প্রণাম।

Latest article