প্যারিস: একবার নয়, দু’-দুবার পিছিয়ে পড়েও দারুণ জয় ছিনিয়ে নিল পিএসজি। শনিবার রাতে ফরাসি লিগে ত্রয়াসকে ৪-৩ গোলে হারিয়েছেন লিওনেল মেসিরা। দারুণ খেললেন মেসি ও নেইমার। গোল পেলেন এমবাপেও। ঘরের মাঠে তিন মিনিটেই পিছিয়ে পড়েছিল পিএসজি (PSG vs Troyes)। গোল করেন ত্রয়াসের মামাদু বালদে। পিছিয়ে পড়ে মেসির নেতৃত্বে আক্রমণের ঝড় তুলেছিল পিএসজি। ২৪ মিনিটেই নেইমারের অসাধারণ পাস থেকে গোল শোধ করে দেন কার্লোস সোলের।
আরও পড়ুন-ডাচদের হারিয়ে প্রথম জয় পেল পাকিস্তান
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের গোল হজম করে বসে পিএসজি (PSG vs Troyes)। এবারও গোল করেন মামাদু। যদিও তিন মিনিটের মধ্যে সেই গোলও শোধ করে দেন মেসি। সের্জিও র্যা মোসের পাশ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি। বিশ্বকাপ যত এগোচ্ছে, ততই চেনা ছন্দে ফিরছেন মেসি। ৬২ মিনিটে মেসির পাস থেকে ৩-২ করেন নেইমার। এরপর ৭৭ মিনিটে পেনাল্টি থেকে এমবাপের করা গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল পিএসজি। খেলা শেষ হওয়ার দু’মিনিট আগে ব্যবধান ২-৪ করেন ত্রয়াসের আন্তে পালাভেরসা। এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রইল পিএসজি।