ছটপুজোতেও কর্মসংস্থানের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Must read

ছটপুজোতে (Chhath Puja) গিয়েও কর্মসংস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, কলকাতার দই ঘাটে নেতাজি স্পোর্টিং ক্লাবে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘ছটমাইয়ার কাছে প্রার্থনা করি, যেন আপনাদের ছেলেমেয়েদের চাকরি হয়। সবাই ভালো থাকে।’’ ছটপুজো উদযাপনে কোনওরকম অসুবিধা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পুণ্যার্থীদের পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী (Chhath Puja- Mamata Banerjee) জানান, পুণ্যার্থীদের জন্য এবার পুকুরের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। কারও কোনও অসুবিধা হলে যেন স্থানীয় প্রশাসন বা ক্লাবে জানানোর পরামর্শ দেন তিনি। সতর্ক করে তিনি বলেন, ‘‘এই সময়ে গন্ডগোল বাধানোর ছক কষতে পারে অনেকে। কিন্তু কেউ তাতে পা দেবেন না। সবাই শান্তিতে পুজো দেবেন।’’

আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডার ও অনলাইন বিল্ডিং প্ল্যান অনুমোদনে এবার বাংলার ডবল স্কচ

মুখ্যমন্ত্রী এদিন বলেন, এই দেশে স্বাধীনতার লড়াই যে শুরু হয়েছিল তা বাংলা থেকেই হয়েছিল। রাজ্যে সবাই একসঙ্গে থাকে। “বিহারের যাঁরা এই শহরে থাকেন তাঁরাও যেন ভাবেন বাংলা তাঁদের সঙ্গেই আছে। শুধু বিহার নয়, উত্তরপ্রদেশ, রাজস্থান সকলের সঙ্গেই আমরা রয়েছি।“

আগে ছটপুজো উপলক্ষ্যে রাজ্যে একটি দিন ছুটি থাকত। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পরে আমি জানতে পারি যে ছটপুজো আসলে ২দিনের।’’ এ কথা ভেবেই গত বছর থেকে রাজ্যে ছটপুজোয় দুদিন ছুটি দেওয়া হয়। আগের বছর উপোস করেছিলেন মমতা। তবে, ঠেকুয়া প্রসাদের জন্য অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। দইঘাটের আগে তক্তাঘাটে গিয়েও ছটপুজোর অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী।

Latest article