প্রতিবেদন : সারদার (Saradha- SEBI) স্থাবর সব সম্পত্তির নিলাম হবে। এই মর্মে নির্দেশ দিয়েছে সেবি। কিন্তু প্রশ্ন উঠেছে, নিলাম হওয়ার সম্পত্তি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা কি আমানতকারীরা ফেরত পাবেন? কারণ বহু আমানতকারী তাঁদের টাকা ফেরত পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির কাছে দরবার করেছেন। স্বভাবতই সম্পত্তি বিক্রি করার টাকা কারা পাবেন তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (Saradha- SEBI) অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৯ নভেম্বর ই-অকশনের মাধ্যমে সারদা গ্রুপ অফ কোম্পানিজ এবং তার ডিরেক্টরদের সমস্ত স্থাবর সম্পত্তি নিলাম করা হবে। ৩ নভেম্বর পর্যন্ত নিলামে অংশ নিতে ইচ্ছুকরা আবেদন জানাতে পারবেন। সেবির কলকাতা অফিস থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনপত্র গ্রহণের শেষ দিন ২৮ অক্টোবর এবং ১ নভেম্বর নিলাম হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের মরশুমে তা করা সম্ভব হয়নি। আরও বেশি ইচ্ছুক ক্রেতা যাতে নিলামে অংশ নিতে পারেন, সে কথা ভেবে আবেদনপত্র জমা নেওয়ার শেষ দিন ও নিলামের দিন পিছিয়ে দেওয়া হল।