রেকর্ড ঠাণ্ডা পড়তে পারে এবার

Must read

প্রতিবেদন : বর্ষা আগেই বিদায় নিয়েছে। ভাের রাতের ঠাণ্ডা হাওয়া জানান দিচ্ছে শীত কড়া নাড়ছে দরজায়। হাওয়া অফিসের অনুমান এবার রেকর্ড শীত (Winter- Temperature) পড়তে পারে। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও সপ্তাহ তিন বাকি। কিন্তু শনিবারের টিজার দারুণ উপভোগ্য শীতের (Winter- Temperature) ঝলক দেখিয়ে গেল, এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ১০ বছরের রেকর্ড ভেঙে অক্টোবর মাসের শীতের নিরিখে নয়া রেকর্ড তৈরি হয়েছে। তবে গতকালের থেকে তাপমাত্রা আরও নিচে না নামলেও আজ রবিবার বেশ ঠাণ্ডার অনুভূতি রয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর বলছে রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কালীপুজোর পর থেকে এমনিতেই শীতের আমেজ পেতে অভ্যস্ত বাঙালি। এই বছর দফায় দফায় বৃষ্টির জেরে প্রায়ই বদলেছে আবহাওয়া। ঘূর্ণিঝড় সিত্রাং-এর জেরে কলকাতা ও আশপাশের এলাকায় যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তারপর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে শহরে। ভোরের দিকে কুয়াশার দেখা মিলছে। রোদের তেজ সেভাবে গায়ে লাগছে না। তবে ভোরে এবং রাতে ফ্যান এসি বন্ধ রেখে দিব্যি কাটানো যাচ্ছে। শীত এখনই না আসলেও, ঠান্ডার এই অনুভূতিকেই আপতত চেটেপুটে উপভোগ করছেন শহরবাসী।

আরও পড়ুন-নিলামে সারদার সম্পত্তি, টাকা পাবেন আমানতকারীরা!

Latest article