প্রতিবেদন : ফের নতুন করে ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। সোমবার রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিন বাহিনী। রুশ সেনার এই হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। চলতি মাসের মাঝামাঝি সময়েও কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরে মিসাইল হামলা চালিয়েছিল মস্কো। কয়েকদিন বন্ধ থাকার পর ফের ইউক্রেনে মিসাইল হামলা চালাল রাশিয়া।
আরও পড়ুন-লজ্জার সেতু দুর্ঘটনা
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার কিয়েভে কমপক্ষে দু’টি বিস্ফোরণ হয়েছে। এই হামলার ফলে রাজধানী শহরের একাধিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় বেশ কিছু এলাকায় জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। কিভের মতোই উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভেও হামলা চালানো হয়েছে। তবে এদিনের হামলায় হতাহতের খবর মেলেনি। ইউক্রেনের বিরুদ্ধে প্রায় নয় মাস যুদ্ধ করছে রাশিয়া। কিন্তু এখনও তাদের কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। যদিও যুদ্ধের জেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। মৃত্যু হয়েছে বহু নিরীহ মানুষের।
আরও পড়ুন-টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট
রুশ বাহিনীর এই ব্যর্থতায় দেশে পুতিনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। শীতের আগে এই যুদ্ধ শেষ করতে সম্প্রতি পরমাণু হামলার মহড়াও শুরু করেছে রুশসেনা। পরমাণু অস্ত্রের মহড়ার খবর মিলতেই রাশিয়াকে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনে নতুন করে পরমাণু হামলার কোনও প্রয়োজন নেই। কিন্তু সোমবার ইউক্রেনের মাটিতে রুশসেনা যেভাবে মিসাইল হামলা চালাল তাতে নতুন করে দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়বে বলে মনে করা হচ্ছে।