ভিড় সামলাতে সারারাত ট্রেন

সাধারণ মানুষ যাতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উৎসবে যেতে পারেন তার জন্যই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

Must read

প্রতিবেদন : দুর্গাপুজো ও কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোতেও সারারাত মিলবে লোকাল ট্রেন পরিষেবা। সাধারণ মানুষ যাতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উৎসবে যেতে পারেন তার জন্যই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হাওড়া শাখায় মোট ৬ জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হবে। তার মধ্যে পাঁচ জোড়া লোকাল ট্রেন চলবে হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে এবং একটি চলবে হাওড়া ও বর্ধমানের মধ্যে।

আরও পড়ুন-ফের ইউক্রেনে মিসাইল হামলা চালাল রাশিয়া

বিশেষ সূচি অনুযায়ী, হাওড়া থেকে মেন লাইনে আপ ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। ট্রেনটি বর্ধমান পৌঁছবে ভোর–রাত ৩টে ৫০ মিনিটে। এই ট্রেন ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই সূচি মেনে চলবে। বর্ধমান থেকে ডাউন ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। যা হাওড়া স্টেশনে পৌঁছবে রাত ১টায়। এটা শুরু হবে ৩১ অক্টোবর থেকে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এছাড়া ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৩৬০৯৮৭ হাওড়া–মশাগ্রাম লোকালটির যাত্রাপথ বাড়িয়ে বর্ধমান পর্যন্ত করা হয়েছে। এই ট্রেনটি বর্ধমান থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে হাওড়ায় পৌঁছবে রাত ১২টা ৩৫ মিনিটে। তাই এই ক’দিন ৩৬০৮৮ মশাগ্রাম–হাওড়া লোকাল বাতিল থাকবে। হাওড়া–ব্যান্ডেল স্পেশাল ট্রেনও নয়া সূচি অনুযায়ী চলবে।

আরও পড়ুন-লজ্জার সেতু দুর্ঘটনা

হাওড়া থেকে আপ ট্রেন ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিট, সন্ধ্যে ৭টা ৫৫ মিনিট, রাত ৮টা ৩৫ মিনিট, রাত সাড়ে ১১টা এবং রাত সাড়ে ১২ টায়। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই সূচি মেনেই চলবে ট্রেনগুলি। ব্যান্ডেল থেকে ডাউনে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে, রাত ৯টা ২০ মিনিটে, রাত ৯টা ৫৫ মিনিটে, রাত ১টা এবং রাত ২টোয়। বিসর্জনের দিন হাওড়া–ব্যান্ডেল লাইনে আরও একজোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। তবে সেটা শুধু ৪ নভেম্বরের জন্য। ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ২টো ৩৫ মিনিটে। সেটি ডাউনে ব্যান্ডেল থেকে ভোর ৪টের সময় ছাড়বে।

Latest article