প্রতিবেদন : বেহায়া বিজেপি। চক্ষুলজ্জাহীন গুজরাত সরকার। ভারতে এই শতাব্দীর ভয়ঙ্করতম সেতু বিপর্যয় ও মৃত্যুমিছিলের পর রাজ্যে থেকেও সোমবার ঘটনাস্থলমুখো হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্টে সমস্ত আনুষ্ঠানিকতা মেনে বারবার পোশাক পাল্টে ভোটের আগে প্রতিশ্রুতি বিলোতে ব্যস্ত ছিলেন।
আরও পড়ুন-এবার পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ সাংগঠনিক দায়িত্বে কুণাল ঘোষ
দিনভর বিরোধী রাজনৈতিক দল ও আমজনতার সমালোচনার জেরে মঙ্গলবার হাসপাতালে আহতদের দেখতে যান। আর সেজন্য নিখোঁজদের উদ্ধারের কাজ থামিয়ে কর্মীদের মোদির সফরকে দৃষ্টিনন্দন করতে নামিয়েছিল গুজরাতের বিজেপি সরকার। ভোটের আগে হাসপাতালের বেহাল দশা যাতে দেশের সামনে না আসে এই উদ্দেশ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শুরু করা হয় হাসপাতাল সংস্কারের কাজ। অভিযোগ, দুর্ঘটনাস্থলের উদ্ধারকাজ থেকে সরিয়ে সেইসব কর্মীদের মোদির সফরের প্রস্তুতিতে লাগানো হয়। যা নিয়ে তোপ দেগে বিরোধীরা একযোগে বিজেপি সরকারকে আক্রমণ করেছেন।
আরও পড়ুন-৩ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা কাঁথিতে
মোরবি সিভিল হাসপাতালের ছবি এবং ভিডিও পোস্ট করে কংগ্রেস এবং আম আদমি পার্টি প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে তোপ দেগে বলেছে, হাসপাতাল রাতারাতি রং করা হচ্ছে। যাতে মোদির ফটোশুটের সময় ভবনের খারাপ দশা চোখে না পড়ে। ১৪১ জন মানুষের মৃত্যু এই সরকারের কাছে তুচ্ছ বিষয়, শতাধিক নিখোঁজ নিয়েও প্রশাসনের মাথাব্যথা নেই। উল্টে সরকার গোটা ঘটনাকে লঘু করতে ব্যস্ত!