ভারতীয় সেনায় এবার অত্যাধুনিক প্রযুক্তির পোশাক

পোশাকে আরও উন্নত প্রযুক্তিগত সুবিধা থাকবে। মার্কিন সেনাবাহিনী এই ধরনের পোশাক ব্যবহার করে। এবার সেই পোশাক পরবে ভারতীয় সেনাও।

Must read

ভারতীয় সেনাবাহিনীতে এবার আসতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড কমব্যাট ইউনিফর্ম। কী বিশেষত্ব রয়েছে এই পোশাকে? জানা গিয়েছে, যে কোনও পরিবেশ ও আবহাওয়ায় ব্যবহার করা যাবে উন্নত প্রযুক্তির এই বিশেষ ধরনের পোশাক। রাতের অন্ধকারে শত্রুপক্ষের নাইট ভিশন ডিভাইসও চিহ্নিত করতে পারবে না এই পোশাক পরিহিত জওয়ানকে। শুধু তাই নয়, জওয়ানদের স্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই পোশাকে।

আরও পড়ুন-বেহায়া বিজেপি, শতাধিক মৃত্যু উপেক্ষা করে সফরের সাজগোজে ব্যস্ত প্রশাসন!

এতে থাকবে অ্যান্টি-ব্যাকটিরিয়াল ফিনিশ। অর্থাৎ, এই পোশাক পরে থাকলে সংক্রমণ থেকেও রেহাই মিলবে। এর পাশাপাশি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বিদেশি নয়, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতেই তৈরি হচ্ছে এই অত্যাধুনিক পোশাক। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর কমব্যাট পোশাক উন্নতমানের হলেও নতুন পোশাকে আরও উন্নত প্রযুক্তিগত সুবিধা থাকবে। মার্কিন সেনাবাহিনী এই ধরনের পোশাক ব্যবহার করে। এবার সেই পোশাক পরবে ভারতীয় সেনাও।

আরও পড়ুন-এবার পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ সাংগঠনিক দায়িত্বে কুণাল ঘোষ

চলতি মাসে গুজরাতে অনুষ্ঠিত ডিফেন্স এক্সপো’তে এই পোশাক প্রদর্শন করা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যুক্ত ‘ট্রুপ কমফোর্টস লিমিটেড’ ভারতীয় জওয়ানদের জন্য এই পোশাক তৈরি করেছে। এই সংস্থা বিভিন্ন ধরনের উন্নত পোশাক, অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন জিনিস, মাউন্টেনিয়ারিংয়ের জিনিস, কভার, চামড়ার জিনিসপত্র তৈরি করে। তাদের উপরেই এই অ্যাডভান্সড কমব্যাট পোশাক তৈরির ভার দেওয়া হয়েছে।

Latest article