মোরবি : মোরবিতে ঝুলন্ত সেতুর দুর্ঘটনায় মৃত্যুমিছিল বাড়ছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা ১৫০ ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু মোরবি এদিন খবরে উঠে এসেছে আর এক কারণে। ডিসেম্বরে গুজরাতে বিধানসভা ভোটের আগে সেতু দুর্ঘটনা মাজা ভেঙে দিয়েছে মোদি-শাহর বিজেপির। মরিয়া হয়ে তাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালেই ঘোষণা করলেন রাজ্যের দুটি জেলায় অন্য দেশ থেকে আসা মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। এই ঘোষণার পরেই তোপের মুখে পড়েছে বিজেপি।
আরও পড়ুন-প্রথম দিনেই হিট দুয়ারে সরকার
তৃণমূল কংগ্রেস সরাসরি মোদি-শাহকে তোপ দেগে বলেছে, সেতু ভেঙে মৃত্যুমিছিলে রাতের ঘুম উড়ে গিয়েছে গেরুয়া শিবিরে। মানুষের মন দুর্ঘটনা থেকে সরাতে নাগরিকত্বের নাটক শুরু করেছে বিজেপি। মানুষ ভুলছেন না। ভুলবেন না। প্রধানমন্ত্রী ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু উনি ছাপান্ন ইঞ্চি ছাতি নিয়ে সাত বছর আগে পশ্চিমবঙ্গে বলা ভাষণের চার লাইন মোরবিতে দাঁড়িয়ে বলতে পারেননি। নির্বাচনী নাটক মানুষ বুঝেছেন। বাংলার পোস্তা ব্রিজ দুর্ঘটনা মোদির কথায় ছিল অ্যাক্ট অফ ফ্রড অর্থাৎ দৈবদুর্বিপাক নয়, জোচ্চুরি। তাহলে মোরবিতে কী হয়েছিল? ঈশ্বরের অভিশাপ! কার্স অফ গড! জবাব দিতে হবে।
আরও পড়ুন-এনসিসির ধাঁচে রাজ্যের স্কুলে জয়হিন্দ বাহিনী
প্রধানমন্ত্রী মোরবিতে আসার জন্য রাতারাতি ভোল বদলে গেল হাসপাতাল, এলাকা আর রোগীদের। রাত জেগে ভাঙা হাসপাতালে রং করা হল, টাইলস বসানো হল, রাস্তা তৈরি হল, রোগীদের বিছানার রং বদলে গেল। দেওয়ালের রঙিন হল, তার সঙ্গে বাহারি ছবি, ফুলের টব, টেবিলে গাছ, আনা হয়েছিল ওয়াটার পিউরিফায়ার আরও কতো কী! এইসব ট্যুইটারে বেরিয়ে পড়তেই বিজেপির লেজে যেন আগুন লেগেছে। রাজনৈতিক দলগুলি বলছে, এতো মানুষ মারা গেলেন তারপরেও এই উৎসবের আমেজ। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে রং হচ্ছে। ২৭ বছর ধরে ন্যুনতম কাজ করলে আজ এই হাল হতো না।
আরও পড়ুন-অ্যাক্ট অব গড নাকি অ্যাক্ট অব **
সবচেয়ে লজ্জাজনক হল, সোমবারই তল্লাশি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী আসছেন শুনে ফের তল্লাশি শুরু হয়। লোক দেখাতে ন’জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যে সংস্থা অর্থাৎ প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী প্যাটেলকে ডেকে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি। এতেই পরিস্কার তদন্তের নামে আসলে লোক হাসাচ্ছে বিজেপি। মোদি একদিকে লোক দেখানো শোকপ্রকাশ করছেন।
আরও পড়ুন-৪ নভেম্বর গোকুলনগরে সমাবেশ, এখন থেকেই চাঞ্চল্য, দল ছাড়লেন বিজেপির নন্দীগ্রামের বিদ্রোহীরা
অন্যদিকে সোমবার জনসভায় ভাষণ দিতে যাওয়ার জন্য দফায় দফায় পোশাক বদলেছেন। সেই নিয়ে তোপের মুখে বিজেপি নেতৃত্ব। কেউ কেউ লিখেছেন নদীতে এখনও বহু মৃতদেহ নিখোঁজ। কিন্তু সাহেবের একটাই নীতি— দ্য শো মাস্ট গো অন। এক রাজনীতিক ট্যুইটারে কটাক্ষ করে বলেছেন, ১৫০ জনের বেশি মানুষের মৃত্যুতে ব্যথিত হয়ে মোদি এতটাই চোখের জল ফেলেছিলেন যে তাঁর পোশাক ভিজে গিয়েছিল।
অন্যদিকে, মঙ্গলবার গুজরাতের সেতু দুর্ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী। কোর্টে সেই মামলা গৃহীত হয়েছে।