পাকিস্তানে এক পদযাত্রায় গুলিবিদ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। জাফার আলি খান চকে লং মার্চে ইমরান খানকে লক্ষ্যে করে এলোপাথাড়ি গুলি চালায় বেশ কিছু দুষ্কৃতী। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর পায়ে গুলি লেগেছে বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে আরও ৪জন জখম হয়েছেন বলে সূত্রের খবর। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন-চেন্নাইয়ে রাজ্যপালের বাড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ছিলেন স্ট্যালিন-রজনীকান্ত
হামলার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রশ্ন উঠছে, ইমরানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে আরেক প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর উপর রাওলপিন্ডি-র ব়্যালিতে এই ধরনের হামলা হয়। সেই হামলায় মৃত্যু হয় বেনজিরের। তবে, এই হামলা প্রাণে রক্ষা পেয়েছেন ইমরান।
আরও পড়ুন-তৃণমূলকে রুখতে বিজেপির অস্ত্র রেল
ইমরান খান আপাতত বিপদ মুক্ত বলেই জানা গিয়েছে। তিনি বলেছেন, “আল্লা আমাকে আরেকটি জীবন দিয়েছেন। ইনশাআল্লাহ আমি লড়াই করব।” তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এই হামলাকে “প্রাণঘাতী এবং কাপুরুষোচিত” বলেছে। পাক মন্ত্রী মহম্মদ বশরাত রাজা জানিয়েছেন, পাক পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। আততায়ীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। টুইট করে পাক মন্ত্রী জানান, “ইমরান খান সুরক্ষিত আছেন। কন্টেইনারের কাছে গুলিচালনার ঘটনার দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী। আইজি পঞ্জাবের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।”