চেন্নাইয়ে রাজ্যপালের বাড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ছিলেন স্ট্যালিন-রজনীকান্ত

Must read

বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের (La Ganesan) দাদার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chennai- Mamata Banerjee)। রাজ্যপালের আমন্ত্রণে তাঁর দাদার ৮০ বছরের জন্মদিনে অনুষ্ঠানে যোগ দিতে বুধবারই সেখানে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, সকাল দশটা নাগাদ সেখানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সুসজ্জিত গেটের বাইরে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ‘সেন্ডা মেলম’ বাজাচ্ছিলেন স্থানীয় শিল্পীরা। গাড়ি থেকে নেমে সোজা সেদিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। হাসি মুখে বাজনার কাঠি চেয়ে বাজাতে শুরু করেন। বাংলার মুখ্যমন্ত্রীকে এই মুডে দেখে অভিভূত শিল্পীরা। তাঁরা ‘ম্যাডামজি’ দিকে উৎসাহ দিতে থাকেন।

আরও পড়ুন: দুয়ারে সরকার ক‍্যাম্প ঘুরে দেখলেন সাংসদ শতাব্দী

এরপর অভ্যর্থনা জানিয়ে মুখ্যমন্ত্রীকে (Chennai- Mamata Banerjee) ভিতরে নিয়ে যান রাজ্যপাল গণেশন। জন্মদিনের অনুষ্ঠানে খোশমেজাজে উৎসবে যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের (MK Stalin), রজনীকান্ত (Rajinikanth)-সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজ্যপালের পরিবারের সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায় মমতাকে।

যে কোনও জায়গায় গিয়েই সেখানকার মানুষের সঙ্গে মিশে যাওয়া অদ্ভূত ক্ষমতা আছে বাংলার মুখ্যমন্ত্রীর। সব শ্রেণির, ধর্মের, বর্ণের মানুষের সঙ্গে একাত্ম হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গণ্ডি ছাড়িয়ে এদিনে তামিলনাড়ুও দেখল সেই দৃশ্য।

Latest article