সংবাদদাতা, জলপাইগুড়ি : চুরি করবার পর বাড়ির মালিককে চিঠি। আর সেই চিঠির সূত্র ধরেই ধরা পড়ল চোর। জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া, ওয়াকার গঞ্জ, টোপামারি প্রভৃতি এলাকার কয়েকটি বাড়িতে কয়েকদিন ধরে চুরি হয়।
আরও পড়ুন-বাঁদরের তাণ্ডবে ব্যবস্থা
প্রতিটি বাড়ি থেকে টাকা কিংবা সোনাদানা-সহ অন্যান্য জিনিস তেমন ভাবে চুরি না হলেও চুরি হয় বাড়ির দলিল, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড-সহ অন্যান্য মূল্যবান নথি। অদ্ভুত ভাবে চুরির পরদিন ওই বাড়িগুলিতে একটি করে চিঠি আসতে থাকে। খামে ভরা সেই চিঠিতে কাউকে ১ লাখ কাউকে ২ লাখ টাকা দাবি করে চিঠি পাঠায় চোর। অভিনব চুরির ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ। সূত্র ধরে সুদীপ রায় নামে এক যুবককে গ্রেফতার করা হয়।