ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে শুরু হয়ে গেল ভর্তিপ্রক্রিয়া

রাজ্যের ছয় নতুন মেডিক্যাল কলেজে প্রাথমিক পর্বের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজে পড়ুয়াদের প্রথম বর্ষে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়ে গেল বুধবার

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : নতুন বছর শুরুর আগেই জঙ্গলমহলের হবু চিকিৎসকদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় রাজ্যের ছয় নতুন মেডিক্যাল কলেজে প্রাথমিক পর্বের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজে পড়ুয়াদের প্রথম বর্ষে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়ে গেল বুধবার। দীর্ঘদিনের স্বপ্নপূরণ হল ঝাড়গ্রামবাসীর।

আরও পড়ুন-চিঠি দিয়ে শ্রীঘরে চোর

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুদেষ্ণা মজুমদার বলেন, ‘ক্লাস শুরু হবে ১৫ নভেম্বর।’ এই হাসপাতালে ১০০টি আসনের অনুমোদন রয়েছে। প্রথম বছরে ১০০ জনকেই ভর্তি নেওয়া হবে। এবার ঝাড়গ্রাম জেলা হাসপাতাল উন্নীত হবে মেডিক্যাল কলেজে। জেলা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ক্যাম্পাস এবং ৩০ একর সরকারি জমিতে গড়ে উঠেছে আরও একটি ক্যাম্পাস। দুই ক্যাম্পাসেই চলবে পঠনপাঠন। বিধায়ক তথা স্বনির্ভর স্বনিযুক্তি দফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘খুব আনন্দের খবর। গর্বের বিষয়। নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। ঝাড়গ্রামের ছেলেমেয়েরা নিজের জেলায় থেকে ডাক্তারি পড়বে। শুধু ঝাড়গ্রাম নয়, নতুন ছটি মেডিক্যাল কলেজে ভর্তিপ্রক্রিয়া শুরু হল। এতে চিকিৎসকের সংখ্যা বাড়বে, পরিষেবাও উন্নত হবে।’

আরও পড়ুন-বাঁদরের তাণ্ডবে ব্যবস্থা

গোপীবল্লভপুর থেকে ছেলে হিমাদ্রিকে ভর্তি করাতে এসে অশোক সেনাপতি বললেন, ‘জঙ্গলমহলের মানুষের স্বপ্নপূরণ হল।’ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য তথা স্থানীয় বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো বলেন, ‘ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ায় জঙ্গলমহলবাসী খুব খুশি।’

Latest article