প্রতিবেদন : আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে শেষ হল জগদ্ধাত্রী পুজো। আলো ঝলমলে কৃষ্ণনগরে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় প্রতিমা বরণ, সিঁদুরখেলা। সঙ্গে ঘট বিসর্জন। প্যান্ডেলে ঘুরে প্রতিমা দর্শনের পর এই ঘট বিসর্জন যেন হুজুগেদের কাছে বাড়তি পাওনা। তাই তো বহু মানুষ অংশ নেন শোভাযাত্রায়। কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার পুজো বিখ্যাত।
আরও পড়ুন-পরিচ্ছন্নতম দীপাবলি
তিথি অনুযায়ী বুধবার ছিল মহানবমী। এদিন মনস্কামনা পূরণের জন্য ভক্তরা আসেন দূর দূর থেকে। বৃহস্পতিবার দশমী তিথিতে সকালে প্রথমে শোভাযাত্রা সহকারে ঘট বিসর্জন হয়। তারপর রাতে হয় প্রতিমা নিরঞ্জন। নিয়ম অনুযায়ী প্রথমে কৃষ্ণনগরের বিভিন্ন বাড়ির পুজো বিসর্জন হয় তারপর সব বারোয়ারি-সহ একদম শেষে বুড়িমাকে বিসর্জনের জন্য জলঙ্গির তীরে নিয়ে যাওয়া হয়। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী বিসর্জনের বিশেত্বই হল সকলে মিলে কাঁধে করে নিয়ে যান প্রতিমা। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমেই নিরঞ্জনের পথে এগিয়ে যান প্রতিমা। ইতিমধ্যেই সমগ্র কৃষ্ণনগরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পুজোর সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই প্রশাসনের তরফে ছিল নিরাপত্তা ব্যবস্থা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন জায়গায় সিসিটিভি এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হয়।