পরিচ্ছন্নতম দীপাবলি

পরিবেশ দূষণের নিরিখে কলকাতায় চলতি বছরের দীপাবলি সাম্প্রতিক কালের মধ্যে পরিচ্ছন্নতম বলে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে।

Must read

পরিবেশ দূষণের নিরিখে কলকাতায় চলতি বছরের দীপাবলি সাম্প্রতিক কালের মধ্যে পরিচ্ছন্নতম বলে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে। উৎসবের মরশুমে নিজস্ব পরিকাঠামো ও আইআইটি দিল্লির গবেষকদের সহায়তায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শব্দ ও বায়ুদূষণের পরিমাণ বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে।

আরও পড়ুন-উপচে পড়ল ভিড় চলো গ্রামে যাই

রাজ্যের পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, দীপাবলির সময় মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর এবং চেন্নাইয়ের মতো মেট্রো শহরে যেখানে বাতাসের মান পরিবেশ বিজ্ঞানের মাপকাঠিতে খারাপ এবং খুব খারাপ ছিল সেখানে কলকাতায় তা ভালই থেকেছে। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রকোপও দূষণ নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে বলে তিনি জানান। শব্দদূষণের নিরিখেও এবার কলকাতা তথা রাজ্যের অবস্থা অন্যান্যবারের তুলনায় ভাল ছিল। বৃহস্পতিবার পরিবেশ ভবনে সাংবাদিক বৈঠক করেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র সহ বিশিষ্টজনেরা। আগামী সপ্তাহ থেকে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে কীভাবে পলিউশন কন্ট্রোল করা যায় এবং সচেতনতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে পরিকল্পনা শুরু হবে।

Latest article