চেন্নাই : বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে মেতে উঠল লা গণেশনের পরিবার। পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপালের দাদার ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীই ছিলেন সব উৎসাহের মধ্যমণি আরকাট রোডের বাড়িতে। কেউ সেলফি তুলতে চান, কেউ ছবি। কেউ করছেন নমস্কার। বাংলার মুখ্যমন্ত্রী কাউকে ফিরিয়ে দিচ্ছেন না। হঠাৎ অনুষ্ঠান বাড়ির ভিড় ঠেলে সাদা পোশাকে হাজির দক্ষিণের থালাইভা রজনীকান্ত (Rajinikanth- Mamata Banerjee)। নমস্কার, প্রতিনমস্কার। তারপর দু’জনের একান্তে কথা। রজনীকান্তকে কলকাতায় আসার আমন্ত্রণ। সময় পেলে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসতে পারেন দক্ষিণের এই তারকা।
আরও পড়ুন-আমতলায় অভিষেকের মিলনোৎসব
লা গণেশনের দাদার ৮০ বছর পূর্তি। দক্ষিণের রীতি হল, কেউ ৮০ বছর পেরোলে জন্মদিনের পাশাপাশি স্ত্রীর সঙ্গে ফের মালাবদল হয়। বৃহস্পতিবার সকাল ১০টাতেই আরকার রোডের পদমমরম মহলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। বাইরে ঢাকির দল। তাদের হাত থেকে কাঠি নিয়ে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী (Rajinikanth- Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী আমন্ত্রণ রক্ষা করায় উচ্ছ্বসিত লা গণেশন। সস্ত্রীক রাজ্যপালের দাদাকে সংবর্ধিত করেন। পরিবারের সঙ্গে ছবি তোলেন। আসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে নেতৃত্ব। কিন্তু সব ক’টি দলের নেতৃত্বের সঙ্গেই বাংলার মুখ্যমন্ত্রীর সহজ কথার আদান-প্রদানে বিস্মিত গণেশন পরিবার।