লড়াই করে আবার ফিরে আসব, বললেন ইমরান

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াজিরাবাদ জেলার গুজরানওয়ালার আলওয়ালাচকে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan shot) গুলিবিদ্ধ হন। এই খবর জানার পর ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, এই ঘটনা সম্পর্কে এখনও আমরা বিস্তারিত জানতে পারিনি। তবে আমরা পুরো পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছি। পাশাপাশি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া ইমরান খান এদিন লাহোরের হাসপাতালে বলেছেন, আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। আল্লাহর ইচ্ছায় আমি ফিরে আসব। লড়াই করে সব কিছুর জবাব দেব। আমি জানি, আমায় মেরে ফেলতেই গুলি চালানো হয়েছিল। আমায় খুন করতে চেয়েছিল। কিন্তু ওরা জানে না, আল্লাহ আমায় রক্ষা করেছেন।

আরও পড়ুন-রুশ আগ্রাসনে ইউক্রেনে বাস্তুচ্যুত ১.৪ কোটি মানুষ

সূত্রের খবর, এদিন ওই জনসভায় ইমরানকে (Imran Khan shot) গুলি চালানোর পর সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালায় তার দেহরক্ষীরা। এতে ওই আততায়ীর প্রাণ গিয়েছে। এরই মধ্যে আততায়ীর একটি বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আততায়ীকে বলতে শোনা গিয়েছে, সে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানকে হত্যা করার চেষ্টা করবে। কারণ ইমরান মানুষকে বিপথে চালিত করছেন। সাধারণ মানুষকে এভাবে বিভ্রান্ত করার কারণে সে ইমরানকে মারতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। তবে ইমরান ছাড়া আর কেউ তার নিশানায় নেই। অন্তরাত্মার ডাকে সাড়া দিতেই সে ইমরানকে খুন করার পরিকল্পনা করেছে। ইমরানের উপর এই আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা করা হয়েছে বিভিন্ন মহল থেকে। একাধিক দেশের রাষ্ট্রনেতাও ইমরানের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এদিনের ঘটনার প্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন দেশে হিংসার কোনও ঠাঁই নেই। ইমরানকে গুলি চালানোর ঘটনা এক জঘন্য অপরাধ। আমি অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য অভ্যন্তরীণ মন্ত্রীকে নির্দেশ দিয়েছি। একই সঙ্গে ইমরানের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

Latest article