সংবাদদাতা, কাঁথি : কাঁথি শহরের রাঙামাটি শ্মশান কেলেঙ্কারি ও স্টল দুর্নীতির মামলায় গ্রেফতার আরও এক অধিকারী পরিবারের ঘনিষ্ঠ। বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রামচন্দ্র পণ্ডাকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ, শুক্রবার সন্ধ্যায়। রামচন্দ্র কাঁথি পুরসভায় ঠিকাদারি করতেন। কাঁথি রাঙামাটির শ্মশান ও স্টল নির্মাণের ঠিকাদার ছিলেন।
আরও পড়ুন-… রাস রসও গোরাচাঁদও চাঁদও হে…
সেই স্টল নির্মাণ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ নিয়ে সৌমেন্দুকেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছিল তদন্তকারী অফিসাররা। এই রামচন্দ্র সৌমেন্দু তথা অধিকারী পরিবারের খুবই ঘনিষ্ঠ। ২০১৯-এ ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট দেখতে গিয়ে ছিলেন সৌমেন্দুর সঙ্গে। ছিলেন বর্তমান কাউন্সিলর আলেম আলি খাঁ, প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতার ও অন্যরা। অধিকারী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই রামচন্দ্র একাধিক ঠিকাদারির কাজ পেয়েছিলেন বলে অভিযোগ। সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করার পর, এবার শ্মশান কেলেঙ্কারি ও স্টলদুর্নীতি নিয়ে রামচন্দ্রকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত কাঁথি পুরসভা নির্বাচনে অধিকারী পরিবারের নিজেদের ১৫ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী হন এই রামচন্দ্রের স্ত্রী শিউলি। যদিও তৃণমূল প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর কাছে পরাজিত হন।