প্রতিবেদন : অশোকনগর কল্যাণগড় পুরসভার গোলবাজারে তৈরি হয়েছে ‘আই লাভ অশোকনগর’ সেলফি জোন। এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামীর আর্থিক তহবিলের টাকায়। এই দাবি তুলেছিলেন এলাকার যুবক-যুবতীর দল। তাই এই সৌন্দর্যায়ন হল বলে জানায় বাজার সমিতি। কাজ শেষ হয়ে গিয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। বাজার সমিতি জানায়, প্রায় আড়াই লক্ষ টাকার মতো খরচ হচ্ছে সেলফি জোনটি গড়ে তুলতে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এর আগেই সৌন্দর্যায়নের পাশাপাশি তৈরি হয়েছে এই ধরনের আই লাভ সেলফি জোন।
আরও পড়ুন-প্রাথমিকে টেটে রেকর্ড প্রার্থী জমা পড়ল ৭ লক্ষ আবেদন
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে গড়ে তোলা হয়েছে এই সেলফি জোন। অশোকনগরের গোলবাজার এলাকায় রাতে আলোকিত হয়ে উঠবে এই সুসজ্জিত সেলফি জোন। কাজ শুরু হতেই রোজ মানুষজন ভিড় করছেন এখানে। তরুণ বয়সীদের সেলফি জোন ঘিরে উন্মাদনাও দেখা যাচ্ছে। মানুষের ভিড় বাড়ায় স্থানীয় ব্যবসায়ীরাও বেশ খুশি। ফাস্টফুডের দোকান-সহ অন্যদের ব্যবসাও জমে উঠেছে। অবশ্য এখনও উদ্বোধন হয়নি এই সেলফি জোনের। বাজার সমিতি জানিয়েছে, কাজ সম্পূর্ণ হলেই বিধায়ক নারায়ণ গোস্বামী নিজেই উদ্বোধন করবেন সৌন্দর্যমণ্ডিত সেলফি জোনটির। তার অপেক্ষায় দিন গুনছেন অশোকনগরবাসী।