সেরা হস্তশিল্পীদের সম্মান প্রশাসনের

এডওয়ার্ড মেমোরিয়াল হলের এই প্রদর্শনীতে রয়েছে এই জেলার প্রসিদ্ধ ডোকরা, টেরাকোটা, বালুচরী, শঙ্খশিল্প, পাথরশিল্প-সহ বিভিন্ন ধরনের হস্তশিল্প।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়া (Bankura) জেলার হস্তশিল্পীদের শিল্পকলা নিয়ে হল একদিনের প্রতিযোগিতা ও প্রদর্শনী। এডওয়ার্ড মেমোরিয়াল হলের এই প্রদর্শনীতে রয়েছে এই জেলার প্রসিদ্ধ ডোকরা, টেরাকোটা, বালুচরী, শঙ্খশিল্প, পাথরশিল্প-সহ বিভিন্ন ধরনের হস্তশিল্প। প্রতিযোগিতার আয়োজক জেলা শিল্পকেন্দ্র এবং বাঁকুড়ার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অধিকার।

আরও পড়ুন-অশোকনগরে বিধায়কের উদ্যোগে গড়ে উঠছে সেলফি জোন

এই প্রতিযোগিতার সেরা শ্রেষ্ঠ হস্তশিল্পকর্ম এর পর যোগ দেবে রাজ্য স্তরের প্রতিযোগিতায়। উপস্থিত ছিলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার, মহকুমা শাসক সুশান্ত ভক্ত, বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অংশুমান বন্দ্যোপাধ্যায় এবং মথুর কাপড়ী এবং বাঁকুড়া জেলা শিল্পকেন্দ্রের প্রবন্ধক চন্দন সেন-সহ বিশিষ্টজনেরা।

Latest article