ফের বিজেপি-সিপিএমকে পিছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। হলদিয়ার সুতাহাটায় (Sutahata- TMC) সমবায় সমিতির ভোটে বিজেপি- সিপিএমকে পিছনে ফেলে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ভোটের ফল ১২-০। জানা গিয়েছে, বিজেপির এক প্রার্থী ১ টি মাত্র ভোট পেয়েছে৷ বাকিদের কেউ মাত্র ৪ টি কেউ ৫ টি ভোট পেয়েছে। সিপিএমের প্রার্থীদের অবস্থাও অনেকটা একইরকম। সুতাহাটার এই সমবায় সমিতির জয়ে উৎসবের আবহ সুতাহাটা ব্লকে।
এখন পূর্ব মেদিনীপুরের মানুষ গদ্দার মুক্ত জেলা চান। এর আগে সমবায় সমতিগুলিতে শুভেন্দু নিজের পেটোয়া লোকেদের ঢুকিয়ে রেখেছিল। এখন সেসবই হাত ছাড়া হচ্ছে। সমবায় সমিতির ভোটার হলেন প্রান্তিক কৃষকরা। তারাই তৃণমূল প্রার্থীদের ভোট দিচ্ছেন। বিজেপি সহ বাকি তথাকথিত বিরোধী দলগুলিকে প্রাত্যাখান করছেন। কিছুদিন আগেও এই জেলার একটি সমবায় (Sutahata- TMC) সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: জলজীবন মিশনে রাজ্যের ৫০ লক্ষ গ্রামীণ পরিবারে পৌঁছেছে নলবাহিত পানীয় জল, আনন্দিত মুখ্যমন্ত্রী
ভোটের ফলাফলের পর সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মিশ্র জানান, এই সাফল্যের পিছনে দুটি বিষয় কাজ করেছে। প্রথমত, গ্রামাঞ্চলে রাজ্য সরকার উন্নয়ন প্রকল্পের সুবিধা পেয়েছেন প্রান্তিক চাষিরা৷ তাদের জীবন যাপনের ক্ষেত্রে যা প্রভূত সাহায্য করেছে৷ দ্বিতীয়ত, সুতাহাটার এই সমবায় সমিতিতে কাস্টমার সার্ভিস পয়েন্ট ( সিএসটি) বা ব্যাংকিং পরিষেবা চালু করা হয়েছে। ফলে লোন পাওয়া সহ একাধিক ব্যাংকিং সমস্যা মিটেছে। তিনি আরও জানিয়েছেন, এখানকার কিছু মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিলেন। এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। মানুষ এখন তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের ওপরেই আস্থা রাখছেন।