প্রতিবেদন : মহানগরীতে শুরু হল দেশের সর্ববৃহৎ থিয়েটার প্রতিযোগিতা ইন্দ্ররঙ মহোৎসব ২০২২ (Indrarang Mahotsab 2022)। থিয়েটারের হৃত গৌরব ফিরিয়ে আনতে, এই প্রজন্মকে মঞ্চমুখী করতে বিগত ৪ বছরের মতো এই বছরেও নাট্য উৎসবের আয়োজন করা হয়। পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। জেলার প্রত্যন্ত এলাকার প্রতিভা বিকাশের মঞ্চ এটি। ছয়দিনের এই উৎসবে মঞ্চস্থ হবে ১২টি নাটক। বিচারকের আসনে রয়েছেন নাট্য পরিচালনা ও অভিনয় জগতের বিশিষ্টরা। নাট্যচর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে নয়া উদ্যমে প্রয়াস শুরু বিশিষ্ট নাট্যকার এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Education Minister Bratya Basu)। এই মহোৎসবের অধ্যক্ষ তিনি। উদ্বোধনের দিন শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে নাট্যচর্চার আরও ভাল পরিকাঠামো তৈরির দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সাংসদ সৌগত রায় (MP Sougata Roy)। থিয়েটার বলে মানুষের কথা। আর কল্লোলিনী তিলোত্তমা এই কথা শুনছে, শোনাচ্ছে ১৯ শতকের সময় থেকেই। পাইকপাড়া মোহিত মৈত্র মঞ্চে ৫ নভেম্বর ২০২২, শনিবার ‘ইন্দ্ররঙ মহোৎসব ২০২২’- এর (Indrarang Mahotsab 2022) সূচনায় ঠিক এই কথাই শোনা গেল অনুষ্ঠানে আমন্ত্রিত তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) গলায়। ইন্দ্ররঙ মহোৎসবের আহ্বায়ক ইন্দ্রজিৎ চক্রবর্তী জানিয়েছেন, ১২টি থিয়েটার নির্বাচন করা হয়েছে। ১৫টি পুরস্কার দেওয়া হবে। সবমিলিয়ে পুরস্কার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রী না থাকলে নিলামে দেশটাকে বিক্রি করে দেবে: নলহাটি জনসভায় ফিরহাদ