প্রতিবেদন : কাঁথি রাঙামাটি শ্মশানে স্টলদুর্নীতির (Stall Corruption) মামলায় গ্রেফতার হওয়া বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রামচন্দ্র পণ্ডাকে শনিবার কাঁথি মহকুমা আদালতে পেশ করে পুলিশ। বিচারক ছয়দিনের পুলিশি হেফাজত দিয়েছেন। সৌমেন্দু পুরপ্রধান থাকার সময় ২০১৯-’২০ আর্থিক বর্ষে রাঙামাটি শ্মশানে পুরসভার গুদামঘর দখল করে অবৈধভাবে ১৪টি স্টল (Stall Corruption) তৈরি হয়। সেই স্টল লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হলেও, টাকা পুরসভায় জমা পড়েনি। কাঁথি থানার পুলিশ শুক্রবার সন্ধ্যায় রামচন্দ্রকে গ্রেফতার করে। সৌমেন্দু-ঘনিষ্ঠ রামচন্দ্র ঠিকাদার, পাশাপাশি বিজেপির কাঁথি নগর মণ্ডলের সাধারণ সম্পাদকও। শনিবার কাঁথি পুলিশ আদালতে হাজির হন সৌমেন্দু। আইনজীবীর সঙ্গে কথাও বলেন। ২৯ জুন বর্তমান পুরপ্রধান সুবলকুমার মান্না শ্মশান নিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তালিকায় রামচন্দ্র পঞ্চম ব্যক্তি। মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, রামচন্দ্র সৌমেন্দুর হয়ে টাকা লেনদেন করত বলে অভিযোগ। তা ঠিক কিনা দেখতে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর রাখছে পুলিশ। জেলা তৃণমূল যুব সভাপতি তথা কাঁথি পুরসভার উপপ্রধান সুপ্রকাশ গিরি বলেন, ‘অধিকারী পরিবারের পরিচারকের মতো এরা। রাঘব বোয়ালরা এখনও বাইরে ঘুরছে। ঠিক তদন্ত করে সকালের যেন উপযুক্ত শাস্তি হয়।’
আরও পড়ুন-হাইকোর্টে খারিজ শুভেন্দুর আর্জি